ASANSOL

ইউনিফাইড পেনশন স্কিম এনপিএসের চেয়ে অনেক ভালো, সাংবাদিক সম্মেলনে বললেন আসানসোলের ডিআরএম

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় :  পূর্ব রেলের আসানসোল রেলওয়ে ডিভিশনের ডিআরএম চেতনানন্দ সিং মঙ্গলবার দুপুরে আসানসোলে ডিরআরএম কার্যালয়ের নিউ কনফারেন্স হলে একটি   সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি কেন্দ্রীয় সরকারের নতুন ইউনিফাইড পেনশন স্কিম সম্পর্কে বলেন, যখন এনপিএস আনা হয়েছিল, তখন তার মধ্যে এমন কিছু বলা ছিল যা নিয়ে রেল কর্মচারীদের মধ্যে কিছু অসন্তোষ দেখা গিয়েছিলো। তাই কেন্দ্রীয় সরকার এটি নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছিলো। এবার তাই একটি নতুন পেনশন স্কিম ইউনিফাইড পেনশন স্কিম বা ইউপিএস আনা হয়েছে। 


তিনি বলেন যে, এই নতুন পেনশন নীতিতে পুরানো পেনশন নীতির প্রতিটি ভাল জিনিস রাখা হয়েছে। কিছু ক্ষেত্রে এই ইউনিফাইড পেনশন স্কিমটি এনপিএস থেকে অনেক ভাল বলে তিনি দাবি করেন। ডিআরএম  বলেন যে, ইউনিফাইড পেনশন স্কিমে গ্র্যাচুইটির ব্যবস্থা রয়েছে।  এ ছাড়াও ইউনিফাইড পেনশনও পাওয়া যাবে এই স্কিমের অধীনে। ন্যূনতম ১০ বছরের মধ্যে পেনশন শুরু হবে।  একটি নির্দিষ্ট পেনশন দেওয়া হবে। অর্থাৎ পোস্টের সাথে সামঞ্জস্যপূর্ণ পেনশন দেওয়া হবে। পারিবারিক পেনশনের ক্ষেত্রে পেনশনের ৬০ শতাংশ দেওয়া হবে।


তিনি বলেন যে এটা দেখা যাচ্ছে যে ২০০৪-এর আগে নিয়োগ হওয়াদের সাথে ২০০৪-এর পরে নিয়োগ হওয়াদের পেনশন সুবিধার অসঙ্গতি দূর করতে কেন্দ্রীয় সরকারের সম্মতিতে রেলওয়ের এটি একটি খুব বড় পদক্ষেপ ছিল। তিনি বলেন এটি একটি অত্যন্ত সাহসী পদক্ষেপ। যা সমস্ত সরকারী কর্মচারীদের পক্ষে ভালো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *