আসানসোলে শুরু ৬ দিনের ” স্বয়ংসিদ্ধা মেলা “
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ* আসানসোল রবীন্দ্র ভবন চত্বরে শুক্রবার থেকে শুরু হলো “স্বয়ংসিদ্ধা মেলা”। এই উপলক্ষে এদিন এক অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করেন আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক ও মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়। এছাড়াও ছিলেন স্বয়ংসিদ্ধ গোষ্ঠীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এই প্রসঙ্গে মেয়র বিধান উপাধ্যায় বলেন, এদিন থেকে এই রবীন্দ্র ভবনে মহিলাদের নিজেদের হাতে তৈরি জিনিসপত্রের স্টল বসানো হলো। যা অনেকটা মেলা আকারে। মানুষ এখানে এসে পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে তুলে ধরা বুটিকের জিনিসপত্র কিনতে পারেন। যাতে তারা কেনাকাটার পাশাপাশি পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী সংস্কৃতিরও অভিজ্ঞতা লাভ করতে পারেন। মেয়র আরো বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় চান যে কিভাবে পশ্চিমবঙ্গের ঐতিহ্য রক্ষা করা যায়। এই মেলা সেই সংযোগে একটি প্রচেষ্টা মাত্র।
শর্মিলা বন্দোপাধ্যায় বলেন, এই মেলা ৩০ আগষ্ট থেকে শুরু হয়ে ৬ দিন অর্থাৎ আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।