তৃনমুল কংগ্রেস সম্পর্কে কুমন্তব্য, বিতর্কে সিপিএমের জেলা সম্পাদক, থানায় অভিযোগ আইনজীবী সেলের
বেঙ্গল মিরর, দূর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দলের যুব সংগঠনের মিছিলে হামলা ও কার্যালয়ে বোমাবাজি ঘটনার প্রতিবাদে নেমে রাজ্যের শাসক দল তৃনমুল কংগ্রেস সম্পর্কে কুমন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন সিপিএমের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়। দুর্গাপুরে বৃহস্পতিবার বিকেলে প্রতিবাদ মিছিলে ভাষণ দেবার সময় তৃণমুল সম্পর্কে ও সিপিএম কর্মীদের তৃণমুলের বিরুদ্ধে উজ্জীবিত করার ডাক দিয়ে বেশ কিছু মন্তব্য করেন গৌরাঙ্গ চট্টোপাধ্যায়। সিপিএমের জেলা সম্পাদকের এই মন্তব্যের পরে রীতিমতো ফুঁসছে তৃণমুল কংগ্রেসের জেলা নেতৃত্ব। সেই মন্তব্যের জন্য শুক্রবার সিপিএমের জেলা সম্পাদকের বিরুদ্ধে ব্যবস্থা দাবি করলো দূর্গাপুর আদালতের তৃনমুল আইনজীবী সেল। দূর্গাপুর থানার সিটি সেন্টার পুলিশ আউটপোস্ট লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে আইনজীবীদের তরফে।
প্রসঙ্গতঃ, বুধবার বিজেপির ডাকা বাংলা বনধের দিনে বিকালে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই দূর্গাপুর শহরের সিটি সেন্টারে মিছিল করেছিলো। দূর্গাপুর পুরনিগমের সামনে আসার সময় সেই মিছিলে হামলা ও বোমাবাজির অভিযোগ উঠে তৃণমুল কংগ্রেসের বিরুদ্ধে। সিপিএমের কার্যালয় বিমল দাসগুপ্ত ভবনেও হামলা ও বোমাবাজি হয়। সেদিন রাতেই নয়জনকে পুলিশ গ্রেফতার করে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে। বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের কর্মীকে গ্রেফতার হয় । এরপরে বৃহস্পতিবার বিকেলে যুব সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় আসেন বিমল দাশগুপ্ত ভবনে। দূর্গাপুরে সেই হামলার প্রতিবাদে বামেরা মিছিল করে। মীনাক্ষী মুখোপাধ্যায় কটাক্ষ করে বলেন, মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন। তাই গুন্ডাদের পথে নামিয়েছেন । এরপরে বিকেলে সেই মিছিল উপস্থিত ছিলেন রাজ্য এবং জেলা নেতৃত্ব ।
সেখানে বক্তব্য রাখার সময় সিপিএমের জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় কটু ও অশালীন মন্তব্য করেন। তিনি তৃণমুল কংগ্রেসের কর্মীদেরকে মারার নিদান দেন। এরপর বৃহস্পতিবার রাতেই পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, এফআইআর করা হবে সিপিএম জেলা সম্পাদকের বিরুদ্ধে। সেইমতো শুক্রবার দুর্গাপুর আদালতের আইনজীবি সেলের পক্ষ থেকে দুর্গাপুর থানার সিটি সেন্টার পুলিশ আউটপোষ্টে এফ আই করা হয়।
তৃনমুল কংগ্রেসের আইনজীবি সেলের পক্ষ থেকে তুষার গুপ্ত বলেন, সিপিএম জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমানজনক মন্তব্য করেছেন। তৃণমূল কর্মীদেরকে খুন করার উস্কানি দিয়েছেন। তাই তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । এই আইনজীবী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দুর্গাপুরে একজন তৃণমুল কর্মী খুন হলে বা কোন ঝামেলা হলে দায়ী থাকবেন সিপিএম জেলা সম্পাদক ও সিপিএম।