পশ্চিম বর্ধমান জেলার কুষ্ঠ ও যক্ষা রোগ নিয়ে জেলাশাসকের উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত: আসানসোলে পশ্চিম বর্ধমান জেলাশাসকের অফিসে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার কনফারেন্স হলে জেলায় স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। এই বৈঠকে সভাপতিত্ব করেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম। কুষ্ঠ ও টিবি বা যক্ষা রোগ নিয়ে আগামী দিনে জেলা স্বাস্থ্য দপ্তর কি কাজ করবে তা আলোচনা করা হয়েছে এদিনের বৈঠকে। এই বৈঠকে অন্যদের মধ্যে ছিলেন পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওএইচ ডাঃ ইউনুস খান, এডিএম বা অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল সহ জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।
বৈঠকের পরে সিএমওএইচ বলেন, জেলায় কুষ্ঠ ও টিবি বা যক্ষা নিয়ে দুটি মনিটারিং সেল আছে। তার চেয়ারম্যান হলেন জেলাশাসক। তার উপস্থিতিতে দুটি সেলের পর্যালোচনা বৈঠক হয়েছে। জেলায় কুষ্ঠ রোগী শনাক্তকরণ কর্মসূচির রূপরেখা ঠিক করা হয়েছে। ৩ সেপ্টেম্বর থেকে জেলায় বাড়ি বাড়ি গিয়ে কুষ্ঠ রোগী শনাক্তকরণের কাজ শুরু হবে। স্বাস্থ্য কর্মীরা সেই কাজ করবেন। জেলায় এই মুহুর্তে ৫০০ র মতো কুষ্ঠ রোগী আছেন। যাদের চিকিৎসা চলছে। সিএমওএইচ আরো বলেন, জেলায় ১ লক্ষ জনসংখ্যার ভিত্তিতে ১০০ জন যক্ষ্মা রোগীর খোঁজ মিলছে। তবে অনেক যক্ষা রোগীর হদিশ পাওয়া যাচ্ছেনা। কোনভাবে তারা স্বাস্থ্য দপ্তরের নজর এড়িয়ে যাচ্ছে। এবার তা যাতে না হয়, তারজন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। এক্ষেত্রেও বাড়ি বাড়ি সমীক্ষা করা হবে।