ASANSOL

আসানসোলের হিন্দি হাইস্কুলের ছাত্রী নিখোঁজ, থানায় অভিযোগ

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত: আসানসোল দক্ষিণ থানা এলাকার এসবি গড়াই রোডের  সেন্ট ম্যারি গোরেটি গালস হাইস্কুলের নবম শ্রেণির এক ছাত্রী রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে স্কুল থেকে বেরোনোর পরে নবম শ্রেণির ঐ ছাত্রী উধাও হয়েছে বলে প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানতে পেরেছে। সোমবার দুপুরে স্কুল ছুটির পরে ছাত্রীর স্কুল গেট দিয়ে অন্য সহপাঠীদের সঙ্গে রাস্তায় বেরিয়ে চলে যাওয়া সিসি ক্যামেরায় ধরা পড়েছে। এরপরই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ঐ ছাত্রীর পরিবারের সদস্যরা। স্কুল কর্তৃপক্ষও ওই ছাত্রীর খোঁজখবর নেওয়ার চেষ্টা করছে।

সোমবার ঐ ছাত্রীর বাবা আসানসোলের কল্যানপুর হাউজিং এলাকার বাসিন্দা গঙ্গা সাগর প্রসাদ আসানসোল দক্ষিণ ( পিপি) থানা মেয়ের উধাও হয়ে যাওয়ার ঘটনাটি জানিয়ে একটি নিখোঁজের অভিযোগ দায়ের করেছেন। পুলিশ এই অভিযোগের ভিত্তিতে ও সিসি টিভির ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।


এদিকে মঙ্গলবার সন্ধ্যায় উধাও হয়ে যাওয়া ছাত্রীর বাবা, মা, পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দা প্রতিবেশীরা আসানসোল দক্ষিণ ( পিপি) থানায় এসে বিক্ষোভ দেখান। তারা পুলিশ অফিসারের সঙ্গে দেখা করে, দাবি করেন যে, দ্রুত তাকে খুঁজে বার করা হোক। পুলিশ তাদেরকে এই ব্যাপারে আশ্বস্ত করেছে।


এই নিয়ে গঙ্গা সাগর প্রসাদ বলেন, প্রতিদিন আমি মেয়ে দিব্যা কুমারীকে সকালে স্কুলে দিয়ে আসি ও দুপুরে ছুটির পরে স্কুল থেকে নিয়ে আসি। সেই মতো সোমবারও সকালে মেয়ে স্কুলে দিয়ে আসি। অন্য দিনের মতো দুপুর দেড়টা নাগাদ স্কুলে মেয়েকে আনতে যাই। স্কুলের ৩ নং গেটে দাঁড়িয়ে ছিলাম। ১ টা বেজে ৪০ মিনিটে মেয়ের ছুটি হয়। দেখি সব মেয়ে বেরোচ্ছে। কিন্তু আমার মেয়ে বেরোচ্ছে না। তারপর আস্তে আস্তে স্কুল ফাঁকা হয়ে যায়। কিন্তু মেয়ের দেখা নেই। স্বাভাবিক ভাবেই স্কুলে ঢুকে শিক্ষিকাদের বলি। তারা সব জায়গায় দেখে। কিন্তু মেয়েকে পাইনা। সঙ্গে সঙ্গে বাড়ির লোকেদের বলি। তারা আসে। তিনি আরো জানান, এরপর পুলিশকে জানাই। সঙ্গে সঙ্গে পুলিশ আসে।


এদিকে, পুলিশ স্কুল ও স্কুলের বাইরে রাস্তায় লাগানো সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে। তাতে দেখা যাচ্ছে, মেয়েটির বাবা ৩ নং গেটে দাঁড়িয়ে আছেন। কিন্তু মেয়েটি ২ নং গেট দিয়ে সহপাঠীদের সঙ্গে বেরিয়ে যাচ্ছে। তারপর তাকে আর দেখা যাচ্ছে না। স্বাভাবিক ভাবেই এখানেই ধোঁয়াশা তৈরি হয়েছে।
এই প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক বলেন, সিসি ক্যামেরার ফুটেজে সবই দেখা গেছে। বাড়ির লোকেরার তা দেখেছেন। মেয়েটির কাছে মোবাইল ফোন নেই। আমরা মেয়েটির বাবামায়ের সঙ্গে কথা বলেছি। তার বন্ধুদের সঙ্গে কথা বলা হচ্ছে। তদন্ত শুরু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *