RANIGANJ-JAMURIA

রানীগঞ্জে পুলিশের পক্ষ থেকে বৃক্ষরোপণ ও ফুটবল প্রতিযোগিতা

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ :পুলিশ দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সবকটি থানায়। তারই অঙ্গ হিসেবে রবিবার থেকেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানার পুলিশ রানীগঞ্জের সব কটি পুলিশ ফাঁড়ি এলাকায় নানা কর্মসূচি গ্রহণ করেছে। রবিবার সকাল থেকেই যেমন রানীগঞ্জের নিমচা ফাঁড়ি এলাকায় যুবদের খেলাধুলার প্রতি উৎসাহ বাড়ানোর লক্ষ্যে জে কে নগরের বারিক ময়দানে এক দিবসীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে নিমচা ফাঁড়ি পুলিশ।

এই খেলায় অংশগ্রহণ করে নিমচা ফাঁড়ি এলাকার চেলোদ, হাড়াভাঙ্গা,জেমেরি ও চাপুই এলাকার ফুটবল দল। চূড়ান্ত পর্যায়ের এই খেলায় চেলোদ ফুটবল দলকে দুই শূন্য গোলে পরাজিত করে চাপুই ফুটবল দল। খেলার শুরুতেই কচিকাচাদের নাচ-কানের অনুষ্ঠানে দর্শকেরা আনন্দে উচ্ছ্বাসে মেতে ওঠে। আর চূড়ান্ত পর্যায়ের খেলার মাঝেই চলে আদিবাসী অধ্যুষিত ওই এলাকার আদিবাসীদের ধামসা মাদলের তালে আদিবাসী নৃত্য। সমগ্র এই খেলায় নিমচা ফাঁড়ির আইসি মলয় দাস এর সঙ্গে বিশেষভাবে উপস্থিত হয়ে সফল ফুটবলারদের পুরস্কৃত করেন রানীগঞ্জ থানার ইন্সপেক্টর বিকাশ দত্ত।

এরপরই পুলিশ দিবস উদযাপন উপলক্ষে সোমবার রানীগঞ্জ থানার পক্ষ থেকে খনি অঞ্চলের অত্যাধিক মাত্রায় দূষণ ছড়িয়ে পড়া এলাকাগুলির অন্যতম মঙ্গলপুর শিল্প তালুকের লাগোয়া রনাই এর হোসেন নগর এলাকায় অবস্থিত উর্দু হাই স্কুল প্রাঙ্গণে প্রায় পঞ্চাশটির মতো ছায়া প্রদানকারী গাছের চারা রোপন করেন রানীগঞ্জ থানার ইন্সপেক্টর বিকাশ দত্তর সাথেই বল্লভপুর ফাঁড়ির আইসি সৌমেন ব্যানার্জি, নিমচা ফাঁড়ির আইসি মলয় দাসের সাথে উপস্থিত হন বিশিষ্ট চিকিৎসক এস .কে. মাজি, সমাজসেবী বাসুদেব গোস্বামী, ওয়ার্ড কাউন্সিলর আখতারী খাতুন, সহ স্কুলের প্রধান শিক্ষক ও অন্য সকল পুলিশ আধিকারিক। এদিন তারা স্কুল চত্তরের চারপাশে গাছের চারা রোপন করে আগামীতে সেই চারাগাছ যাতে বৃক্ষে পরিণত হয় তার জন্য সকলকেই সেই সকল চারা গাছগুলি রক্ষণাবেক্ষণের জন্য আবেদন জানান।

উল্লেখ্য মঙ্গলপুর শিল্প তালুকের বিস্তীর্ণ অংশে কালো ধোঁয়া আবৃত হয়ে থাকে এলাকা বিশেষ করে এলাকায় বেশ কয়েকটি কলকারখানায় কোন নিয়ম নীতি না মেনে দূষণ নিয়ন্ত্রণ যন্ত্র না চালিয়ে কারখানা চালানোয় এলাকার চারপাশ দূষণের জেরবার হয়। গত এক মাস আগেই রানীগঞ্জের মঙ্গলপুর শিল্পতা লোকের হাওড়া গ্যাস যা বর্তমানে শ্রী সত্যা নামকরণ হয়েছে সেই কারখানায় মাত্রা অতিরিক্ত দূষণ ছড়া নয় কারখানা গেটে বিক্ষোভ দেখায় লাগোয়া এলাকার বক্তা নগরের বাসিন্দারা। আজকের এ বিশেষ দিনেও সেই কারখানায় আবারও সেই  বিষ কালো ধোঁয়া লক্ষ্য করা যায় যা দূষণ নিয়ন্ত্রণ বোর্ডকে তোয়াক্কা না করেই চালিয়ে যাচ্ছে কারখানা কর্তৃপক্ষ বলেই দাবি এলাকাবাসীর, সেই সকল বিষয়কে লক্ষ্য করে এবার এলাকায় দূষণ নিয়ন্ত্রণের জন্য পুলিশ প্রশাসন এরূপ ভাবে পুলিশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ করায় খুশি সকলেই।

তবে কারখানা দূষণ নিয়ে যেভাবে দুর্ভোগে রয়েছে এলাকাবাসী তা কবে দূর হবে তা নিয়ে রয়েছে দুশ্চিন্তা। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এলাকায় দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে বৃক্ষরোপনের উদ্যোগ নেওয়া হলেও শিল্প প্রতারকের কলকারখানা গুলি থেকে যে রূপ ভাবে বনমহোৎসব পালনের মধ্যে দিয়ে বৃক্ষরোপণ করার উদ্যোগ নেওয়া হয় এবার তা তেমন লক্ষ্য করা যায়নি তাই প্রশাসনের উদ্যোগেই সীমিত থাকতে হচ্ছে সকলকে। দূষণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ যদিও এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ না করায় সকলেই অসহায় অবস্থায় রয়েছেন। সমস্ত বিষয়কে লক্ষ্য করে এলাকার চিকিৎসক মহলেও উদ্বিগ্ন, তারা পুলিশ দিবসের দিনে এলাকার সুস্বাস্থ্যের লক্ষ্যে সকলকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *