“পুলিশ দিবস” উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের নির্দেশে”পুলিশ দিবস” উপলক্ষে প্রতিটি থানায় থানায় পালিত হচ্ছে রক্তদান শিবির সেইমত সালানপুর থানার কল্যানেশ্বরী ফাঁড়ির উদ্যোগেও একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় কল্যাণেশ্বরী ফাঁড়ি চত্বরে।এদিন রক্তদান শিবিরের শুভ সূচনা করেন ডিসি(হেডকোয়ার্টার)অরবিন্দ কুমার আনন্দ,এসিপি (কুলটি)এস.কে জাবেদ হোসেন তিনি ফিতা কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন একই সাথে রক্তদাতাদের মধ্যে পুষ্পস্ত উদ্যোগ দিয়ে তাদের অনুপ্রাণিত করেন ।
এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি, কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ অরুনাভ ভট্টাচার্য,রূপনারায়ানপুর ফাঁড়ির ইনচার্জ নাসরিন সুলতানা সহ সমাজসেবী ভোলা সিং,মনোজ তেওয়ারী, সহ আরো অনেকে।এদিন সর্ব প্রথম রক্তদাতা হিসেবে রক্তদান করেন কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ অরুনাভ ভট্টাচার্য,তাছাড়া রক্তদান করেন সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি।এবং বাঁকুড়া থেকে এক যুবতী স্বেচ্ছায় রক্তদান করেন শিবিরে।
সঙ্গে এলাকার যুবকরা এবং ফাঁড়ির অন্যান্য পুলিশ আধিকারিকরা ও সিভিক ভলেন্টিয়ারা রক্তদান করেন।
এদিনের এই শিবিরে আসানসোল ব্লাড ব্যাংকের সহযোগিতায় মোট ৩৫ইউনিট রক্ত সংগ্রহ করা হয়।এদিন ডিসি(হেডকোয়ার্টার) অরবিন্দ কুমার আনন্দ জানান রক্তদান হচ্ছে মহান দান।তিনি স্বেচ্ছায় রক্তদান শিবিরের সমস্ত রক্তদাতাদের ধন্যবাদ জানান।