ছাত্রীকে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগে আটক এক বৃদ্ধ
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- সপ্তম শ্রেণির ছাত্রীকে অর্থের প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ এলাকার এক বৃদ্ধের বিরুদ্ধে ঘটনাটি সালানপুর থানার ডাবর কলিয়ারি এলাকার।মঙ্গলবার রাত্রে পরিবারের লোক ও স্থানীয়রা সালানপুর থানায় উপস্থিত হয়ে ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেন।
সালানপুর থানার অন্তর্গত ডাবর কলোনীতে সপ্তম শ্রেণীর এক বালিকাকে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগে আটক করাহয় তপন কর্মকার(৬৫) নামের এক বৃদ্ধ।
পরিবার সূত্রে জানা গিয়েছে ওই বৃদ্ধ প্রতিবেশি টাকার প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দেয় সপ্তম শ্রেণির ছাত্রী কে। ওই ছাত্রী ঘটনা টি পরিবারের লোক কে জানিয়ে দেয়। এর পরেই মঙ্গলবার রাত্রে ছাত্রীটির পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয় সালানপুর থানায়।
বারংবার বিভিন্ন ভাবে এই বালিকাকে কু-প্রস্তাব দিতেন বৃদ্ধ তপন কর্মকার।বালিকার মা ও বাবার অভিযোগ কয়েক ধরে তপন কর্মকার তাদের কন্যাকে অর্থের প্রলোভন দেখিয়ে কু প্রস্তাব দিচ্ছে।আজ তাদের কন্যা বাড়িতে সে কথা জানাই।তারপরেই বালিকার মা ও বাবা সালানপুর থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করে।সালানপুর থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে ওই বৃদ্ধকে আটক করে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সালানপুর থানার পুলিশ।