আসানসোল মাছ বাজার পরিদর্শনে চেয়ারম্যান, ভগ্নপ্রায় পুরনো ভবন নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় Aবৃহস্পতিবার জিটি রোডের বড় বাজারের মধ্যে আসানসোল মাছ বাজার পরিদর্শন করেন। পুর চেয়ারম্যানের সঙ্গে আসানসোল মাছ ব্যবসায়ী সমিতির মহঃ শাহজাদ, সংগঠনের অন্য সদস্য, আসানসোল পুরনিগমের ইঞ্জিনিয়ার, কর্মী ও বাজারের অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। মাছের বাজার পরিদর্শন করার সময় বাজারের ব্যবসায়ী ও সেখানকার লোকজনের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন।
পরে অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, এদিন আমি মাছ বাজার পরিদর্শনে এসেছিলাম। এখানকার মানুষ ও ব্যবসায়ীদের সমস্যার কথা জানলাম। তিনি আরো বলেন, এখানে একটি ১০০ বছরের পুরনো ভবনের অবস্থা খুবই খারাপ। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে যারা বাজারে আছেন বা যারা যাতায়াত করেন, তারাও বিপদে পড়তে পারেন। চেয়ারম্যান বলেন, গোটা বিষয়টি মাথায় রেখে খুব শিগগিরই এসব ভবনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মহঃ শাহজাদ এ সম্পর্কে বলেন, পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আসানসোল পুরনিগমের একটি দল মাছের বাজার পরিদর্শন করেছে। তারা এখানকার মানুষদের সমস্যাগুলি খতিয়ে দেখেছেব। এখানে ড্রেনের সমস্যাও রয়েছে। যে কারণে জল নিকাশিতে সমস্যা হচ্ছে। অমরনাথ চট্টোপাধ্যায় আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই এই সমস্ত সমস্যার সমাধান করা হবে।