আসানসোলে পিএইচই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে চক্ষু পরীক্ষা ও রক্তদান শিবির
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত: আসানসোলের এসবি গরাই রোডের বিবেকানন্দ পল্লী এলাকায় রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি বিভাগ বা পিএইচই ক্যাম্পাসে পিএইচই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বুধবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি আয়োজন করা হয়েছিলো একটি চক্ষু পরীক্ষা শিবির। এই রক্তদান শিবিরে সংগঠনের সাথে যুক্ত সদস্য সহ অন্যান্যরা মিলে ৪৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন। এছাড়াও ৪৮ জনের চক্ষু পরীক্ষা করা হয়।
এদিনের এই আয়োজন সম্ভব সংগঠনের কনভেনার মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায় বলেন, রক্তদানের চেয়ে বড় কোন দান নেই। আর গরমের সময় রক্তের একটা ঘাটতি থাকে। কিন্তু চাহিদা কম থাকেনা। তাই এইসব কিছু ভেবে এদিন পিএইচই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই রক্তদান শিবিরের আয়োজন করেছে। এদিন রক্ত দান শিবিরের পাশাপাশি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে।
তিনি আরো বলেন, সংগঠনের তরফে এই প্রথম রক্তদান শিবিরের আয়োজন করা হলো। আগামী দিনে এই ধরনের সামাজিক কাজ করার পরিকল্পনা রয়েছে। এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন এ্যাসোসিয়েশনের সভাপতি পিএইচই আরসিএফএ ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রুপম ঘোষ, কনভেনার অসিত মল্লিক, সহসভাপতি সুব্রত রায়, সুনন্দ চক্রবর্তী, দিলীপ দাস, কানাই গাঙ্গুলি, চন্দন হাজরা, প্রবীর ধর।
বার্নপুর সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি ভলেন্টারি ব্লাড ডোনারসের সহযোগিতায় রক্তদান শিবির ও আসানসোল পূর্ণদৃষ্টি আই অ্যান্ড জেনারেল হাসপাতালের সহযোগিতায় চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিলো।