বিমানবন্দরে রিভলবার ও কার্তুজ উদ্ধারের ঘটনা, ধৃত দুজনের চারদিনের পুলিশ রিমান্ড

বেঙ্গল মিরর, দূর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* অন্ডালের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে রিভলবার ও কার্তুজ উদ্ধারের ঘটনায় ধৃত দুজনের চারদিনের পুলিশ রিমান্ড হলো। প্রসঙ্গতঃ, বৃহস্পতিবার মুম্বাই যাওয়ার বিমান ধরতে অন্ডালের কাজি নজরুল ইসলাম বিমানবন্দরে আসেন সাজেদ সুলেমান মল্লিক ও মহঃ ইকবাল নামের দুই যাত্রী। সম্পর্কে তারা আত্মীয় বলে জানা যায় । বীরভূম জেলার সিউড়ি থানার সাজানো পল্লী এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে । তাদের সাথে ছিল চারটি ল্যাগেজ। বিমানবন্দরের ভেতর জিনিস পত্রের তল্লাশির সময় তাদের সাথে থাকা একটি ল্যাগেজের মধ্যে একটি দেশি রিভলবার ও ৬ রাউন্ড কার্তুজ পাওয়া যায়। বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র সহ ঐ দুই যাত্রীকে আটক করে। পরে তাদের তুলে দেওয়া হয় অন্ডাল থানার পুলিশের হাতে। পুলিশ পরে দুজনকে অন্ডাল থানায় নিয়ে যায়। সেখানে জেরায় তারা সদুত্তর দিতে না পারায় তাদেরকে গ্রেফতার করা হয়।


শুক্রবার সকালে গ্রেফতার হওয়া দুজনকে অন্ডাল থানার পুলিশ দুর্গাপুর মহকুমা আদালতে তোলে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরো অনেক তথ্য পেতে পুলিশ আদালতে হেফাজতের আবেদন করে। সেই আবেদনের ভিত্তিতে বিচারক তাদের জামিন নাকচ করে চারদিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন।
থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় ধৃতদেরকে সাংবাদিকরা তাদের লাগেজ থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধারের ব্যাপারে জানতে চান। কিন্তু তারা কোন প্রশ্নের উত্তর দেয়নি। তবে, আগ্নেয়াস্ত্র উদ্ধার কাণ্ডে গ্রেফতার হওয়া মহঃ ইকবালের ভাই মহঃ ইফতিকার বলেন, আমার ভাই নির্দোষ। কেউ ষড়যন্ত্র করে আমার ভাইয়ের ব্যাগে আগ্নেয়াস্ত্র ভরে দিয়েছে। তিনি বলেন, বিষয়টা বিচারাধীন রয়েছে। পুলিশ তদন্ত করছে।
অন্যদিকে পুলিশ জানায়, ধৃতদেরকে রিমান্ডে নিয়ে জেরা করে বিস্তারিত জানার চেষ্টা করা হবে।