ব্যবসায়ীর কাছ থেকে ১ কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ, দুই পুলিশ অফিসার সহ ধৃত ৬
দূর্গাপুরের জাতীয় সড়কের ঘটনায় চাঞ্চল্য

বেঙ্গল মিরর, দূর্গাপুর, রাজা বন্দোপাধ্যায় /সৌরদীপ্ত সেনগুপ্ত: * কলকাতার আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে কলকাতা পুলিশের বেসামাল অবস্থা। ঠিক তারই মধ্যে দিল্লির বাসিন্দা এক ব্যবসায়ীর কাছ থেকে ১ কোটি ১ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় নাম জড়ালো দুই পুলিশ অফিসারের। শুক্রবার ঐ দুই পুলিশ অফিসার সহ মোট ৬ জনকে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। স্বাভাবিক ভাবেই আরজি করের ঘটনার আবহে রাজ্য পুলিশের অস্বস্তি আরো বাড়লো। এই দুই পুলিশ আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের দূর্গাপুরে কর্মরত আছেন।


এই প্রসঙ্গে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (ইষ্ট) অভিষেক গুপ্তা শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, দুই পুলিশ অফিসারের মধ্যে একজন সাসপেন্ড হয়ে আছেন। সে ক্রাইম ব্রাঞ্চে ছিলেন। অন্যজন রাজ্য পুলিশের সিআইডির দূর্গাপুরে কর্মরত আছেন।
জানা গেছে, বৃহস্পতিবার দুর্গাপুর থানা এলাকায় দিল্লির বাসিন্দা এক ব্যবসায়ীর এক এজেন্টের কাছ থেকে ১৯ নং জাতীয় সড়কে গাড়ি দাঁড় করিয়ে ছিনতাই করা হয় ১ কোটি ১ লক্ষ টাকা।
এদিকে, এই ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার হওয়া ছয়জনকে শনিবার দূর্গাপুর আদালতে তোলা হবে। ডিসিপি ( ইষ্ট) অভিষেক গুপ্তা এদিন বলেন, এখন গোটা ঘটনার তদন্ত চলছে। পুলিশ বলে কাউকে ছাড় দেওয়া হবেনা। আইন আইনের পথেই চলবে। পুলিশ কমিশনারের এমনই নির্দেশ আছে।
এদিলে এদিন সকাল থেকেই দুর্গাপুর উত্তাল ছিল এই ঘটনা নিয়ে। কোটি টাকার ছিনতাইতে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া দুই পুলিশ অফিসারের নাম প্রকাশ না করা থেকেই স্পষ্ট হয়ে গেছে যে, পুলিশের কর্তারা কতটা বিড়ম্বনার মধ্যে আছেন ।
ডিসিপি বলেন, দিল্লীর এক ব্যবসায়ী ১ কোটি ১ লক্ষ টাকা নিয়ে সড়কপথে কলকাতা যাচ্ছিল। সেই সময় দূর্গাপুরের ১৯ নং জাতীয় সড়কে ডিভিসি মোড়ের কাছে বন্দুক দেখিয়ে টাকা লুঠ করে নেওয়া হয়। যারা এই কাজ করেছেন তাদের মধ্যে ছিলেন দুই পুলিশ অফিসার । ডিসিপি আরো বলেন, দিল্লীর ব্যবসায়ীর সাথে যোগাযোগ ছিল যাদের তারাও ছিল এর মধ্যে। যার মধ্যে একজনের পরিচয় আছে ধৃত এক পুলিশ অফিসাররের। যে সাসপেন্ড হয়ে আছেন। এখনো পর্যন্ত ছিনিয়ে নেওয়া কোন টাকা উদ্ধার হয় নি। তদন্ত চলছে। তবে এও জানা গেছে তাদের কাছেই আছে টাকা।