ASANSOL

আরজি করের ঘটনার প্রতিবাদে বিচার চেয়ে আসানসোল শহরে সিপিআইএমের মিছিল

বেঙ্গল মিরর ,আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় : আরজি করের ঘটনার প্রতিবাদে ও বিচার চেয়ে রবিবার বিকেলে আসানসোলের গির্জা মোড় থেকে আশ্রম মোড় পর্যন্ত সিপিআইএমের ডাকে একটি প্রতিবাদ মিছিল করা হয়। এই প্রতিবাদ মিছিলে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য পার্থ মুখোপাধ্যায় ছাড়াও গৌরাঙ্গ চ্যাটার্জী, সত্যজিৎ চট্টোপাধ্যায়, মদন সেনগুপ্ত, জয়দীপ চক্রবর্তী, ভিক্টর আচার্য, অতনু মুখার্জি ছাড়াও আসানসোল শিল্পাঞ্চলের সিপিআইএমের সকল নেতা ও কর্মী উপস্থিত ছিলেন।

তাদের একটাই দাবি ছিল কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের মহিলা ডাক্তারকে যারা ধর্ষণ ও খুন করেছে তাদের কঠোরতম শাস্তি দেওয়া হোক। সিপিআইএমের কর্মীদের হাতে ছিলো বিভিন্ন শ্লোগান লেখা ব্যানার। তারা বলেন, এই ঘটনা নিয়ে সমগ্র রাজ্যে প্রতিবাদের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। সিপিআইএমও একই আওয়াজ তুলেছে।

এই মিছিলের আয়োজন করার উদ্দেশ্য হলো যাতে অপরাধীদের যত তাড়াতাড়ি সম্ভব চিহ্নিত করা হয় এবং কঠোরতম শাস্তি দেওয়া হয়।
এই প্রসঙ্গে, সিপিআইএম নেতা পার্থ মুখোপাধ্যায় বলেন, বাংলা তথা পুরো দেশের মানুষদের মতো আমাদের একই দাবি রয়েছে। এই ঘটনায় দোষীদের চিহ্নিত করে কঠোরতম শাস্তি দিতে হবে। এ বিষয়টি মাথায় রেখেই গির্জা মোড় থেকে পুরনো রামকৃষ্ণ মিশন আশ্রম মোড়ের কাজী নজরুল ইসলামের মূর্তি পর্যন্ত এই মিছিলের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *