দুর্গাপুর ইস্পাত কারখানায় ভয়াবহ আগুন
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, দুর্গাপুর : ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়ালো দুর্গাপুর ইস্পাত কারখানায়। যদিও এবার কোন শ্রমিকের আক্রান্ত হওয়ার খবর মেলেনি। এখনো আগুন নেভাতে জোর তৎপরতা চলছে কারখানায় ।
জানা গেছে এবার মেটালিক হ্যান্ডেলিং প্লান্টে কাজ হচ্ছিল যেখানে ২৫ নম্বর জংশনের কাছে লাইনার প্লেট লাগানোর কাজ চলছিল, হঠাৎই সাড়ে সাতটা আটটা নাগাদ সেখানে কোকের বেল্ট গুলিতে আগুন লেগে গিয়ে ঘটে এই বিপত্তি মুহূর্তে বিষয়টি লক্ষ্য করে স্থানীয় এলাকার শ্রমিকেরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ায় দ্রুত আগুনের মাত্রা বেড়ে যায়।




এই ঘটনায় দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার জোরদার প্রচেষ্টা চালাচ্ছে। এখনো এই ঘটনায় কি পরিমান ক্ষতি হয়েছে তার অনুমান পাওয়া যায়নি। তবে স্থানীয় কর্মীদের দাবি দ্রুত এই বিষয়টি লক্ষ্য করা না হলে আরো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারতো। তবে বারংবার এই আগুন লাগার ঘটনায় নিরাপত্তার বিষয় নিয়ে উঠছে প্রশ্ন। কিরূপভাবে এ ধরনের ঘটনা বারংবার ঘটে চলেছে তা নিয়েও অনেকেই সাওয়াল করেছেন।
- আসানসোলের একাধিক এলাকা ঘন্টা কয়েকের বৃষ্টিতে জলের তলায়
- আসানসোলের পর দুর্গাপুর, পুজো কমিটিকে নিয়ে পুলিশ প্রশাসনের কো-অর্ডিনেশন মিটিং, অনুদানের চেক বিলি
- Burnpur : इंजिनियर्स डे पर डिप्लोमा वेलफेयर एसोसिएशन द्वारा रक्तदान शिविर
- Asansol – Burnpur की सड़कों पर पानी, पूजा आयोजकों और व्यापारियों में चिंता
- বার্নপুরে ” ইঞ্জিনিয়ার্স ডে” পালনে রক্তদান শিবিরের আয়োজন