RANIGANJ-JAMURIA

গ্রামবাসীদের গণ প্রতিরোধ বন্ধ করল দূষণ

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ :দীর্ঘ সময় ধরে দূষণের কবলে জর্জরিত হয়ে পড়া রানীগঞ্জের ৪-৫টি গ্রামের মানুষজন বেশ কিছুদিন ধরেই দূষণের হাত থেকে পরিত্রাণ পেতে চালিয়ে যাচ্ছে লাগাতার সংঘর্ষ। এ বিষয়ের প্রেক্ষিতে তারা ধোঁয়া  হাঁটাও গ্রাম বাঁচাও এই স্লোগান তুলে,  দূষণ নিয়ন্ত্রণের দাবিতে, বেশ কয়েক দফায় স্পঞ্জ আয়রন কারখানায় বিক্ষোভ দেখিয়েছেন, পরবর্তীতে অনশন মঞ্চ করে কারখানার গেটে চলেছে বিক্ষোভ, এ সকল বিষয়গুলির পরপরই বেশ কয়েকটি কলকারখানায় দূষণ ছড়ানো যন্ত্রাংশ বন্ধ করতে বাধ্য হয়েছে, আর এরপরই গত দুদিন আগেই রানীগঞ্জের বক্তানগর গ্রামে,যে গ্রাম রক্ষা কমিটি গড়ে তোলা হয়েছে, তারা পাঁচটি গ্রামের হাজার খানেক গ্রামবাসীদের সঙ্গে নিয়ে, বক্তা নগর ফুটবল ময়দানে মঙ্গলবার সন্ধ্যায় গ্রাম রক্ষা কমিটির বৈঠক সম্পন্ন করেন।

সেই বৈঠকে সকলেই দূষণ থেকে কিভাবে গ্রামগুলিকে রক্ষা করা যায়, তা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। কোনরূপভাবেই কোন দূষণ বরদাস্ত করা হবে না, এই দাবি করে সকলেই দূষণের বিরুদ্ধে সরব হন। বেশ কয়েকজন রাজনৈতিক দলের সদস্যরাও, কোন অন্যায় বরদাস্ত করা হবে না বলে জানিয়ে, গ্রামবাসীদের মাঝে তাদের সাথে সমস্ত কর্মকাণ্ডে সামিল থাকবেন বলে আশ্বাস দেন। আর এরপরই বুধবার রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকের বেশ কয়েকটি কলকারখানায় ঘুরে কারখানাগুলোর আধিকারিকদের দূষণ নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণের ও গ্রামের বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য উদ্যোগ নেওয়ার দাবি জানিয়ে সাক্ষাৎ করেন পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসির সম্পাদক অভিজিৎ ঘটক, পশ্চিম বর্ধমান জেলার জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, সহ তৃণমূলের স্থানীয় শ্রমিক সংগঠনের নেত্রী স্থানীয়রা।

তারা দূষণ নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন কলকারখানা গুলিকে ব্যবস্থা গ্রহণের জন্য কড়া হুঁশিয়ারী দিয়ে আসলেও বৃহস্পতিবার কিন্তু দেখা গেল উল্টো চিত্র। মঙ্গলপুর শিল্প তোলুকের বেশ কয়েকটি কলকারখানাতে দূষণ নিয়ন্ত্রণ যন্ত্র না চালিয়ে আবার আকাশে উড়লো কালো ধোঁয়া। যা দেখে হত চকিত হয়ে পড়ল সকলে দ্রুত গ্রাম রক্ষা কমিটির ধোঁয়া হাটাও গ্রুপের মাধ্যমে বহু গ্রামবাসী নিজেদের এলাকার থেকে কালো ধোঁয়া নির্গত হওয়ার ছবি হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে, সকল গ্রামবাসীদের সে বিষয়ে জানান দিয়ে সচেতন করতেই মিলল সফলতা।

বিকেল পর্যন্ত সবকটি কল কারখানায় কালো ধোয়া তো বন্ধ হলোই একই সাথে কালো ধোঁয়া রোধে কি কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সে সম্পর্কেও নিজেদের ছবি তুলে ধরল হোয়াটসঅ্যাপ গ্রুপে। কয়েক মুহূর্তের এই সচেতনতাই যে ধীরে ধীরে দূষণ নিয়ন্ত্রণের জন্য অনেকটাই কার্যকরী হচ্ছে গ্রামীণদের প্রতিবাদ তা আরো একবার স্পষ্ট হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *