RANIGANJ-JAMURIA

রানীগঞ্জে নকআউট ফুটবল টুর্নামেন্ট জয়ী বাঁশড়া এসটিডিসি ক্লাব

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : বিগত ১১ বছর ধরে বন্ধ থাকা, লীগ কাম নকআউট ফুটবল টুর্নামেন্ট শুরু হওয়ার পর এবার দ্বিতীয় দফায় রানীগঞ্জ স্পোর্টস অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলাটি সম্পন্ন হল রানীগঞ্জের রবীন সেন স্টেডিয়ামে। যেখানে এবার রানীগঞ্জ থানা এলাকার বারোটি দলের ফুটবলাররা এই খেলায় অংশগ্রহণ করে। এবছরের এই খেলা সূচনা হয় ২৫ শে জুলাই, যেখানে প্রথম দিনেই এই খেলায় মুখোমুখি হয় বাঁশড়া এসটিডিসি ক্লাব এর সাথে সিয়ারসোল বাহিনীর সংঘ। আর চূড়ান্ত পর্যায়ের সেই খেলাতেও এবার দেখা গেল সেই দুটি দলকেই মুখোমুখি হতে, চূড়ান্ত পর্যায়ের খেলাতে হাড্ডা হাড্ডি লড়াই করল বাঁশড়া এসটিডিসি ক্লাব ও সিয়ারসোল বাহিনী সংঘ।

এই খেলার প্রথমার্ধে দুটি দলই কোন গোল দিতে না পারলেও, দ্বিতীয়ার্ধে বাঁশড়া এসটিডিসি ক্লাবের ৭ নম্বর জার্সির ফুটবলার পবন হেমব্রম একটি গোল দিয়ে বাঁশড়া এসটিডিসি ক্লাবকে এগিয়ে রাখে। খেলার শেষ পর্যন্ত সিয়ারসোল বাহিনী সংঘ বেশ কয়েকটি সুযোগ পেয়েও তা কার্যকর করতে না পারায়, খেলাটি ১-০ গোলে জয় করে নেয় বাঁশড়া এসটিডিসি ক্লাব। এদিনের এই খেলায় সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হন এসটিডিসি ক্লাবের পবন হেমব্রম, আর একই সাথেই লীগের সমস্ত খেলা গুলিতে, সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল দিয়ে খেতাবও অর্জন করে পবন। জানা গেছে লীগের ৫ টি খেলায় অংশ নিয়ে, ছয়টি গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছে সে।

এদিনের এই খেলায় সফল জয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের পুরস্কৃত করেন, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক গার্ডের এসিপি প্রদীপ মণ্ডল, রানীগঞ্জের বিধায়ক, তথা সংগঠনের মুখ্য উপদেষ্টা তাপস বন্দ্যোপাধ্যায়, আসানসোল কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী, শিক্ষা বিভাগের মেয়র পরিষদ সুব্রত অধিকারী, রানিগঞ্জ বরো দপ্তরের চেয়ারম্যান তথা সংস্থার সভাপতি মোজাম্মেল শাহজাদা, সংস্থার সম্পাদক স্বপন আচার্য, সহ-সভাপতি বিশ্বনাথ ব্যানার্জি, সহ-সম্পাদক আদিত্য মুখার্জী, ফুটবল দলের সচিব সঞ্জীব চন্দ্র প্রমূখ। এদিনের এই খেলার শেষে সকলকেই এই খেলা, দীর্ঘস্থায়ীভাবে চালানোর জন্য শুভেচ্ছা জানান বিধায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *