সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি প্রয়াত
বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : প্রয়াত হলেন সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (১২ আগস্ট, ১৯৫২- ১২ সেপ্টেম্বর, ২০২৪)। ৭২ বছর বয়সে প্রয়াত সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। গত কয়েকদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান বাম নেতা। মঙ্গলবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় আরও। মঙ্গলবার দুপুরেই জানা গিয়েছিল, সিপিআইএম-এর সাধারণ সম্পাদকের শারীরিক অবস্থা আরও সঙ্কটজনক। রাখা হয়েছিল আইসিইউতেই। দেওয়া হয়েছিল রেসপিরেটারি সাপোর্ট।
১৯ আগস্ট ফুসফুসের সংক্রমণ-সহ একগুচ্ছ শারীরিক সমস্যা নিয়ে দিল্লি এইমস-এ ভর্তি করা হয়েছিল বর্ষীয়ান বাম নেতাকে। জানা যায়, প্রথমে ফুসফুসের এক অংশে সংক্রমণ ধরা পড়ে, পড়ে তা ছড়িয়ে পড়ে বাকি অংশেও। গত কয়েকদিন ধরেই হাসপাতালে ছিলেন, রাখা হয়েছিল ভেন্টিলেশনে।
১৯৫২ সালের ১২ অগাস্ট জন্ম সীতারামের।
বস্তুত: মাদ্রাজে তেলুগুভাষি পরিবারে জন্ম ইয়েচুরির। তাঁর বড় হয়ে ওঠা হায়দরাবাদে। ১৯৭৪ সালে এসএফআই-এ যোগ দেন ইয়েচুরি। এক বছর পর যোগ দেন সিপিএমে। ১৯৭৫ সালে জরুরি অবস্থার সময় গ্রেফতার করা হয়েছিল ইয়েচুরিকে। সেই সময় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনি। ১৯৭৮ সালে এসএফআই-এর অল ইন্ডিয়া জয়েন্ট সেক্রেটারি পদে নির্বাচিত হন ইয়েচুরি। কেরল এবং বাংলার বাইরের কেউ হিসাবে সীতারামই প্রথম এসএফআই-এর প্রেসিডেন্ট হয়েছিলেন। ১৯৮৪ সালে সিপিএমের কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হন তিনি।
১৯৯২ সাল থেকে সিপিএমের পলিটব্যুরোর সদস্য ছিলেন তিনি। ২০০৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সদস্য ছিলেন ইয়েচুরি।
তাঁর শারীরিক অবস্থার উন্নতি-অবনতির মাঝেই গত বৃহস্পতিবার জানা গিয়েছিল, শারীরিক অবস্থা কিছুটা উন্নত হয়েছে বর্ষীয়ান নেতার। তবে, মঙ্গলবার দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সীতারামের শারীরিক অবস্থার কথা জানানো হয়। জানানো হয়, অবস্থা আরও সঙ্কটজনক। শ্বাস প্রশ্বাসের সমস্যার কারণে রাখা হয়েছে রেসপিরেটারি সাপোর্টে। বুধবার রাতের দিকে শারীরিক অবস্থার অবনতি হয় বর্ষীয়ান বাম নেতার। বৃহস্পতিবার প্রয়াত বর্ষীয়ান নেতা।