আসানসোল পুরনিগমের উদ্যোগে চেম্বার ভবনে সম্পত্তি কর শিবির
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের জিটি রোডের মুর্গাশোলে বনিকসভা আসানসোল চেম্বার অফ কমার্সের “চেম্বার ভবনে” শনিবার আসানসোল পুরনিগমের তরফে একটি সম্পত্তি কর শিবির বা প্রোপার্টি ট্যাক্স ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। এই শিবিরের উদ্যোক্তা ছিলো আসানসোল চেম্বার অফ কমার্স। বিশেষ এই সম্পত্তি কর শিবিরের জন্য ১০ শতাংশ অতিরিক্ত ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। এদিন সকাল সাড়ে ১১টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ক্যাম্প। এই শিবিরের মাধ্যমে আসানসোল পুরনিগমের আদায় হয় ৬ লক্ষ ৭২ হাজার ১৬ টাকা।
এই প্রসঙ্গে চেম্বার অফ কমার্সের সম্পাদক শম্ভু নাথ ঝা বলেন, বনিকসভার একটা ভালো কাজ শুরু করলো। আগামী দিনে এ ধরনের আরো শিবিরের আয়োজন করা হবে। শিবিরে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি ওম প্রকাশ বাগাড়িয়া, অশোক আগরওয়াল, ঋত্বিক ঘটক, অমর প্রসাদ, সুদীপ পানসারি, অনিরুদ্ধ রায়, তাপস রায় চৌধুরী ও অশোক মিত্র।
- HLG में Free Health Camp 5 को, कर लें बुकिंग
- আসানসোলে জাতীয় সড়কে পথ দূর্ঘটনা, বিয়ের অনুষ্ঠানে আসার পথে জল ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু
- আসানসোল সাইবার থানায় অভিযোগ, সোশাল মিডিয়ায় মেয়ের চাকরি খুঁজতে গিয়ে প্রতারিত কুলটির মহিলা
- क्या विल्सन और दिनेश के बाद शर्मा जी हत्थे चढ़े हैं ? तो अगला नंबर किसका ?
- TMC कार्यालय का उद्घाटन किया मेयर ने, भाजपा समर्थक शामिल हुए तृणमूल में