আসানসোল পুরনিগমের উদ্যোগে চেম্বার ভবনে সম্পত্তি কর শিবির

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের জিটি রোডের মুর্গাশোলে বনিকসভা আসানসোল চেম্বার অফ কমার্সের “চেম্বার ভবনে” শনিবার আসানসোল পুরনিগমের তরফে একটি সম্পত্তি কর শিবির বা প্রোপার্টি ট্যাক্স ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। এই শিবিরের উদ্যোক্তা ছিলো আসানসোল চেম্বার অফ কমার্স। বিশেষ এই সম্পত্তি কর শিবিরের জন্য ১০ শতাংশ অতিরিক্ত ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। এদিন সকাল সাড়ে ১১টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ক্যাম্প। এই শিবিরের মাধ্যমে আসানসোল পুরনিগমের আদায় হয় ৬ লক্ষ ৭২ হাজার ১৬ টাকা।


এই প্রসঙ্গে চেম্বার অফ কমার্সের সম্পাদক শম্ভু নাথ ঝা বলেন, বনিকসভার একটা ভালো কাজ শুরু করলো। আগামী দিনে এ ধরনের আরো শিবিরের আয়োজন করা হবে। শিবিরে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি ওম প্রকাশ বাগাড়িয়া, অশোক আগরওয়াল, ঋত্বিক ঘটক, অমর প্রসাদ, সুদীপ পানসারি, অনিরুদ্ধ রায়, তাপস রায় চৌধুরী ও অশোক মিত্র।
- জামুড়িয়ায় নৌকা উদ্ধার অভিযানে থাকা ৭ম ব্যাটালিয়ানের এসডিআরএফ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট দলকে সম্বর্ধনা
- আসানসোল দক্ষিণ টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ২১ জুলাই শহিদ দিবসের সভার সমর্থনে র্যালি
- IT RAID : कारोबारी के ठिकानों पर दबिश, घंटों जांच
- প্রাক্তন ইসিএল কর্মীর বাড়িতে আয়কর দপ্তরের হানা
- আসানসোল পৌর নিগমের উদ্যোগে অরণ্য সপ্তাহ পালন, গাছের চারা বিলি