আসানসোল ক্লাবে নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন মেয়র বিধান উপাধ্যায়
সঙ্গীত সধ্যায় সঙ্গীত পরিবেশন করেন ইন্ডিয়ান আইডল খ্যাত সঙ্গীতশিল্পী অনুষ্কা
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়: শুক্রবার
আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় গতকাল রাতে আসানসোল ক্লাবে একটি নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল ক্লাবের সভাপতি সোমনাথ বিসওয়াল, কাউন্সিলর তরুণ চক্রবর্তী, বরো চেয়ারম্যান ডাঃ দেবাশীষ সরকার এবং আসানসোল ক্লাবের সমস্ত সদস্যরা। ফিতে কেটে নতুন ভবনের উদ্বোধন করেন মেয়র বিধান উপাধ্যায়।




এ বিষয়ে সাংবাদিকদের কাছে তথ্য দিতে গিয়ে সোমনাথ বিসওয়াল জানান, আজ আসানসোল ক্লাবের নতুন ভবনের উদ্বোধন হল। নতুন এই ভবনে ফ্যামিলি রেস্টুরেন্ট, স্পা, রুফ টপ সুইমিং পুল, ডিপার্টমেন্টাল স্টোর, আইসক্রিম পার্লারসহ সব ধরনের সুবিধা রয়েছে। সোমনাথ বিসওয়াল জানান, আজ এই সমস্ত সুবিধার উদ্বোধন করা হল। এই জন্য তিনি মেয়র বিধান উপাধ্যায়কে ধন্যবাদ জানান, আজ এই নতুন ভবন উদ্বোধনের জন্য তাঁর মূল্যবান সময় ব্যয় করার জন্য।
এদিকে এই উদ্বোধন অনুষ্ঠানে বিধান উপাধ্যারের স্ত্রী সুচিস্মিতা উপাধ্যায় ও তার পুত্র। এছাড়া ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে একটি সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয় যেখানে ইন্ডিয়ান আইডল খ্যাত সংগীতশিল্পী অনুষ্কা সঙ্গীত পরিবেশন করেন।