পাটনা থেকে ধানবাদ গামী ইন্টারসিটি এক্সপ্রেস এর ইঞ্জিন এর উপর গাছ পড়ে গিয়ে বিপত্তি
বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য, আসানসোল। শনিবার বিকেল নাগাদ কুলটি লিংক কেবিনের কাছে পাটনা থেকে ধানবাদ গামী ইন্টারসিটি এক্সপ্রেস এর ইঞ্জিন এর উপর ভয়ংকর বৃষ্টির কারণে রেললাইনের পাশে থাকা একটি গাছ পড়ে গিয়ে ট্রেনটি আটকে যায় । ইঞ্জিনের উপরে থাকা বিদ্যুতের তার গুলি ছিড়ে যায়। কি হয়েছে তা জানার জন্য ঐ ট্রেনের গার্ড সুনীল কুমার সিং( টু) গার্ড ব্রেক থেকে নেমে রেললাইন ধরে হাঁটতে যাওয়ার সময় রেলের লাইনে বেরিয়ে থাকা স্লিপারে পা যাটকে পড়ে যান এবং তার মাথা ফেটে যায়। এই অবস্থায় তার পকেট থেকে রুমাল বের করে তিনি নিজেই রক্ত মুছে উপস্থিত মানুষের সহায়তায় ওই রুমাল মাথায় বেঁধে নিয়ে কাজ করেন।।
এই খবর আসানসোল কন্ট্রোলরুমে পৌঁছলে একটি বিশেষ টাওয়ার গাড়ি গিয়ে রেলের কর্মীরা নতুন করে ছিড়ে যাওয়া তারগুলি মেরামত করে এবং পড়ে যাওয়া গাছটিকে সরিয়ে দেয়।। এই অবস্থাতে প্রায় দেড় ঘন্টা লেগে যায়। তারপর ট্রেনটি সন্ধের কিছুক্ষণ পরে গিয়ে ধানবাদে পৌঁছয় । আহত গার্ড সেখান থেকে ধানবাদ হাসপাতালে চিকিৎসার জন্য যান বলে রেলসুত্রে জানা গেছে।
আসানসোল ডিভিশনের অতিরিক্ত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার আশিষ ভরদাজ বলেন প্রচন্ড বৃষ্টির কারণে ওই গাছ পড়ে যায় ইঞ্জিনের উপর। বিদ্যুতের তার ছিড়ে যায়। তারপর রেল কর্তৃপক্ষ সেখানে কর্মীদের নিয়ে গিয়ে ছেঁড়া তার গুলি ঠিকঠাক করার পর ট্রেন টি ধানবাদে রওনা হয়েছে।