জাতীয় সড়কের ধারে জঙ্গলে মিলল এক অজ্ঞাত ব্যক্তির দেহ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, জামুড়িয়া : ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে এই নর্থবুক কোলিয়ারির কাছে এক নর্দমার পাশের জঙ্গলে মিলল এক অজ্ঞাত পরিচয় বছর ৪৫ এর ব্যক্তির দেহ। স্থানীয়রা প্রথমে ওই দেহটিকে দেখতে পেয়ে জামুরিয়া থানার শ্রীপুর ফাঁড়ির পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে দেহ। এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে এসে পৌঁছন আসানসোল কর্পোরেশনের শিক্ষা বিভাগের মেয়র পরিষদ সুব্রত অধিকারী। ঘটনাস্থলে মানুষজনের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়, তবে কেউই ওই দেহটিকার তা নিয়ে কিছুই জানাতে পারেনি।
স্থানীয় এলাকার বাসিন্দাদের ও মেয়র পরিষদের দাবি সম্ভবত কোন ভবঘুরে ব্যক্তি সেখানে পড়ে গিয়ে এ ধরনের ঘটনা ঘটতে পারে। তবে তিনি তার সাথে এও দাবি করেন যে, ঘটনাটি পুলিশ প্রশাসন খতিয়ে দেখে ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানতে পারবেন। তবে জাতীয় সড়কের ধারে এভাবে এক ব্যক্তির পড়ে থাকার বিষয় নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, মৃত্যুর প্রকৃত কারণ খুঁজতে তৎপর হয়েছে পুলিশ। এদিন ঘটনার স্থলে গিয়ে দেখা যায়, নর্থবুক কোলিয়ারির এলাকা দিয়ে যাওয়া একটি নিকাশী নালার পাশের জঙ্গলে ওই ব্যক্তির দেহটি পড়েছিল, তবে কিভাবে দেহটি সেখানে এলো, না সে সেখানেই কোনক্রমে জলে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে, তা নিয়েই রহস্য দানা বেঁধেছে। এই সমস্ত বিষয়গুলিকে খতিয়ে দেখে চলছে জোর তদন্ত।