PANDESWAR-ANDALRANIGANJ-JAMURIA

মাইথন থেকে ২ লক্ষ কিউসেক জল ছাড়ল ডিভিসি, বন্যার পরিস্থিতি বাংলায়

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ :  রানীগঞ্জের তিরাট বল্লভপুর নুপুর সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কায় আতঙ্কিত দুপুর থেকেই জল বাড়তে থাকায় আতঙ্ক বেড়েছে কয়েক গুণ। ইতিমধ্যেই তিরাট এলাকার পাম্প ঘর, বল্লভপুর এগারা এলাকার নারানকুড়ি মথুরা চন্ডী ঘাট, মেজিয়া শ্মশান এলাকার রানীগঞ্জের মেজিয়া শ্মশান ঘাট সংলগ্ন আশ্রম গুলি প্রভাবিত হয়েছে মাইথন জলাধার থেকে ২ লক্ষ কিউসিক জল ছাড়া আর কারনে। জানা গেছে মঙ্গলবার সকাল থেকে দশটি লক গেট খুলে দেওয়া হয়েছে ঝারখান্ড এলাকায় প্রবল বৃষ্টির জল জমা হওয়ার কারণে।

আর এ সকল সম্পর্কে কোন আগাম নির্দেশিকা বা সতর্কতা না দেওয়ায় বেশ কিছু অংশে হঠাৎ করেই জল বেড়ে যাওয়ায় অনেকেই তাদের বাড়ি ঘরে থাকা নানান সামগ্রী উন্নত সরিয়ে নিয়ে যাচ্ছেন। বেশ কিছু সামগ্রী বাড়িতেও থেকে গেছে বলেই অনেকেই জানিয়েছেন। অনেকেই দাবি করেছেন এ সকল বিষয়ে আগাম জানানো হলে কোনরূপ কোন ব্যবস্থা গ্রহণ তারা করতে পারতেন। তবে সে সকল বিষয় সম্পর্কে কোন সতর্কবার্তা না দেওয়াই দুর্বল অনেকটা বেড়েছে বলেই জানিয়েছেন দামোদর-টটো ভর্তি এলাকায় বসবাসকারী বেশ কিছু এলাকার বাসিন্দারা। রাত্রে জল আরও বাড়তে পারে বলেই ভয়ে আতঙ্কে ঘুম উড়েছে সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *