Kolkata NewsWest Bengal

কলকাতা পুলিশের সিপি ও ডিসি নর্থকে সরিয়ে দেওয়া হল

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুসারে, কলকাতা পুলিশের কমিশনার এবং ডিসিকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। রাজ্য পুলিশের সাত সিনিয়র অফিসারের রদবদল করা হয়েছে। কলকাতা পুলিশের নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন এডিজি মনোজ কুমার ভার্মা। বিনীত গোয়েলকে এডিজি এসটিএফ পদে নিযুক্ত করা হয়েছে। ডিসি নর্থকে অভিষেক গুপ্তকে ইএফআর ২ নং ব্যাটালিয়নের সিও নিযুক্ত করা হয়েছে।শিলিগুড়ির ডিসি ইস্ট দীপক সরকারকে কলকাতা পুলিশের ডিসি নর্থ হিসেবে নিযুক্ত করা হয়েছে।

জ্ঞানবন্ত সিংকে এডিজি আইবি, জাভেদ শামীমকে এডিজি ল এন্ড অর্ডার , ত্রিপুরারি অথর্বকে অর্থনৈতিক অপরাধ অধিদপ্তরের ( ইকনমিক অফেন্স উইং) এর ডাইরেক্টর হিসাবে নিযুক্ত করা হয়েছে। লক্ষণীয় যে আরজি কর ঘটনা নিয়ে রাজ্যে এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন চলছে। পাঁচটি দাবি নিয়ে ধর্মঘটে ছিলেন আরজি কর-এর জুনিয়র চিকিৎসকরা। গতকাল রাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে এক ঘণ্টার বৈঠকের পর কলকাতা পুলিশের সিপি ও ডিসিকে অপসারণের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *