আসানসোলের প্রাক্তন মেয়র প্রয়াত
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়: চলে গেলেন আসানসোলের প্রাক্তন মেয়র। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রাক্তন মেয়র শ্যামল মুখোপাধ্যায় আজ প্রয়াত হলেন। তিনি ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত আসানসোলের মেয়র ছিলেন। তিনি ইসিএলের অবসরপ্রাপ্ত কর্মচারীও ছিলেন।
আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, ডেপুটি মেয়র ওয়াসিম উল হক এবং অভিজিৎ ঘটক এবং প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি, বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় অনুপ চট্টরাজ, শিল্পপতি শচীন রায় তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। স্থানীয় কাউন্সিলর তরুণ চক্রবর্তী ওনার বাড়িতে গিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।