“জল জীবন মিশন” প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বৈঠক
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, দুর্গাপুর : “জল জীবন মিশন” সহ অন্যান্য উন্নয়নমূলক প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে বৈঠক করলেন জেলাশাসক । জেলাশাসক এস,পেন্নাবলম ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর মহাকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, বিডিও অর্ঘ্য মুখোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণ সৌমন্ডল সহ অন্যরা । বুধবার এই বৈঠকটি হয় দুর্গাপুর ফরিদপুর ব্লক কার্যালয়ে ।
জেলাশাসক বলেন রাজ্য ও কেন্দ্রীয় প্রকল্প গুলির কাজ কতটা হয়েছে, কি অবস্থায় রয়েছে তা খতিয়ে দেখতে প্রতিটি ব্লকে রিভিউ মিটিং করা হচ্ছে । আজকের মিটিংয়ে বিস্তারিত আলোচনা হয়, জল জীবন মিশন প্রকল্প নিয়ে । নির্দিষ্ট সময়ের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করা আমাদের লক্ষ্য । সেই লক্ষ্যে কিভাবে পৌঁছানো সম্ভব সেই বিষয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকদের সাথে আলোচনা করা হয় । এছাড়াও ১৫ ফিন্যান্সিয়াল কমিশন, আবাস যোজনা, স্বনির্ভর গোষ্ঠী নিয়েও আলোচনা হয়েছে আজকের বৈঠকে বলে জানান তিনি ।
বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিটি প্রকল্পের কাজ যাতে শেষ হয় সেই বিষয়ে জোর দেওয়া হয়েছে বৈঠকে । আজকের রিভিউ বৈঠক খুব ফলপ্রসু হয়েছে বলে জানান তিনি । বৈঠক শেষে এদিন বিডিও অফিস চত্বরে নবনির্মিত একটি সভাগৃহের উদ্বোধন করা হয় । ফিতে কেটে সেটির উদ্বোধন করেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ।