ASANSOLRANIGANJ-JAMURIA

আদিবাসী এভেন গাওতার ডাকে আন্দোলন

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ :   আদিবাসী এভেন গাওতার ডাকে বৃহস্পতিবার রানীগঞ্জ ব্লকের জেমেরী গ্রাম পঞ্চায়েতে ২৩ দফা দাবি সম্মিলিত দাবি পত্র তুলে দিল আদিবাসী জনজাতি সম্প্রদায় ভুক্ত মানুষজন। এদিন তারা গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ পথে বিক্ষোভ আন্দোলন করে নিজেদের দাবি-দাওয়া গুলি জনসমক্ষে তুলে ধরে। পরে তারা পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায়। এদিন পুরুষদের থেকে মহিলাদের ব্যাপকভাবে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়।

দুর্গা পুজোর আগেই এলাকায় যাতে সুষ্ঠু স্বাভাবিক পঞ্চায়েত পরিষেবা তারা পেতে পারে সে বিষয়ের প্রেক্ষিতেই তারা  যেরূপ ভাবে নিজেদের সম্প্রদায়ের জাহের থান সহ ধার্মিক বিভিন্ন বিষয়গুলি সম্পন্ন করার লক্ষ্যে ব্যবস্থা গ্রহণের দাবী জানাই। সেখানেই নিত্যদিনের প্রয়োজনীয় পানীয় জল সরবরাহের দাবি, পি এইচ ই – র পানীয় জল সরবরাহের জন্য বিভিন্ন এলাকায় পাইপ লাইন খোড়ার পর সেই অংশের রাস্তা মেরামত না করায় ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে সকলকে, যা অবিলম্বে মেরামতের দাবি তোলে তারা।

একই রূপ ভাবেই এলাকার সাফ সাফাই ভাঙাচোরা রাস্তা মেরামত, ফেক এসটি সার্টিফিকেট প্রদানের বিষয়ে সচেতন থাকার দাবি জানান আর এ সকলের সাথেই এই সময় বাড়তে থাকা মশার উপদ্রব রুখতে নালিনর্দমার সাফ সাফাইয়ের ও জঞ্জাল সাফ সাফাইয়ের দাবি করেন তারা। এদিনের এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন সম্পাদক শিবু হেমব্রম, সিদ্ধার্থ মাড্ডি,রমেশ টুডু, আসাম কিসকু, নারায়ণ পাইরিয়া প্রমুখ। এদিন তারা পঞ্চায়েত প্রধান রুমা মুখার্জি ও পঞ্চায়েত সদস্যা শম্পা মুখার্জী ও অন্য সকল সদস্যদের হাতে তাদের দাবি পত্র তুলে দিয়ে নিজেদের দাবি গুলি সবিস্তারে ব্যাখ্যা করেন। পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্য বিষয়গুলি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *