কয়লা খনির এমডিও ও রেভিনিউ শেয়ারের প্রতিবাদে বৃহত্তর আন্দোলনের নামার ডাক
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ :কয়লা খনিশ্রমিকের ভবিষ্যৎ জীবনকে অন্ধকার থেকে বাঁচাতে কয়লা খনির এমডিও ও রেভিনিউ শেয়ারের প্রতিবাদে বৃহত্তর আন্দোলনের নামার ডাক দিলেন সি আই টি ইউ সর্বভারতীয় নেতা আবাস রায়চৌধুরী। বৃহস্পতিবার কোনুস্তরিয়া এরিয়া দপ্তরের সামনে শ্রমিকদের সভায় আবাস রায় চৌধুরী বলেন, কয়লা খনিকে বেসরকারি মালিকের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার। খনি শ্রমিকদের ঘটনা ৭৩ শতাংশ বেসরকারি মালিকাধীন কয়লা খনিতে হচ্ছে। বেসরকারি সংস্থাগুলি শ্রমিক দুর্ঘটনার বিষয়ে হাত গুটিয়ে নিচ্ছে। এটা হতে দেওয়া যাবে না।
কয়লাখনি জীবন দিয়ে রক্ত ঘাম ঝরিয়ে তিলে তিলে গড়ে তুলেছে শমিকরা।আজকে শ্রমিকদের বঞ্চিত করার চেষ্টা হচ্ছে। কয়লা খনি শ্রমিকদের অর্জিত অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করছে কেন্দ্রের বিজেপি সরকার। এমডিও’র নাম করে সরকারি খনি গুলিকে বেসরকারি সংস্থার হাতের সমস্ত কয়লা শিল্পকে তুলে দেওয়ার চক্রান্ত চলছে হচ্ছে। কয়লা খনি শ্রমিকের নিজেদের জীবনের নিরাপত্তার স্বার্থে কয়লাখনি বাঁচাতে এমডিও রেভিনিউ শেয়ারিং র বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।
এদিনের এই সমাবেশে উপস্থিত ছিলেন কলিমুদ্দিন আনসারী,…….. প্রমুখ।