আসানসোল রামকৃষ্ণ মিশন আইটিআইয়ের সমাবর্তন অনুষ্ঠান
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত : স্বামী বিবেকানন্দের স্বপ্ন সফল করতে হবে ছাত্রদেরকে। তার দেখানো পথে দেশকে এগিয়ে নিয়ে যেতে তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামীণ বিকাশ মন্ত্রী প্রদীপ মজুমদার ছাত্রদের সামনে এই আবেদন রাখেন। শনিবার রামকৃষ্ণ মিশন আশ্রম আসানসোলের আইটিআইয়ের ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষা বর্ষের কনভোকেশন বা সমাবর্তন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম , আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান কবি দত্ত, আসানসোল পুরনিগমে মেয়র বিধান উপাধ্যায়, পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রমুখ।।
এই প্রসঙ্গে আসানসোল রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সোমাত্মানন্দ বলেন, এখান থেকে প্রশিক্ষণ নেওয়া প্রায় ৮০ শতাংশ ছেলে মেয়ে বিভিন্ন শিল্প সংস্থায় চাকরি পাচ্ছে বা পেয়েছে। প্রায় প্রতি শিক্ষা বর্ষেই এই প্রতিষ্ঠানের ছেলে মেয়েরা রাজ্যস্তরে মেধা তালিকায় স্থান পায় বলেও তিনি জানান। অনুষ্ঠানে
ধন্যবাদ ঞ্জাপন করেন আইটিআইয়ের কোঅর্ডিনেটর ব্রহ্মচারী কৌশিক। এদিনের অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক ছাত্র ছাত্রী অনুষ্ঠানে উপস্থিত ছিল।