রানীগঞ্জ বাস স্ট্যান্ড থেকে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার চাঞ্চল্য
বেঙ্গল মিরর, রানীগঞ্জ : রানীগঞ্জ বাস স্ট্যান্ড থেকে এক রক্তাক্ত মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। রানীগঞ্জ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে। মৃতদেহর নিকট একটি ব্যাগ পাওয়া গিয়েছে, যার মধ্যে মোবাইল ভোটার কার্ড সহ অন্যান্য জিনিসপত্র ছিল। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল বেলা রানিগঞ্জ বাসস্টাণ্ডে। পুলিশ জানিয়েছে, তার ব্যাগে যে পরিচয়পত্র পাওয়া গেছে সেটি পাশের রাজ্য ঝাড়খণ্ডের ধানবাদ জেলার। কিভাবে তার মৃত্যু হল তা ময়নাতদন্তের পরই জানা যাবে।