BARABANI-SALANPUR-CHITTARANJAN

চিত্তরঞ্জনে উচ্ছেদ আটকাতে জিএমের সাথে বৈঠক করলেন বিধায়ক


বেঙ্গল মিরর, কাজল মিত্র :-
চিত্তরঞ্জন শহরে উচ্ছেদ আটকাতে জিএমের সাথে বৈঠক করলেন বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়।চিত্তরঞ্জন শহরের আমলাদহি বাজারে ২৬শে সেপ্টেম্বর প্রায় দেড়শোটি দোকান ভেঙে দেওয়ার জন্য তোড়জোড় শুরু করেছিলো রেল প্রশাসন।এমনি বেশকিছু দোকানদারেরা নিজে থেকেই দোকান খালি করতে শুরু করে দিয়েছিল।তবে এইকথা জানা মাত্রই বুধবার দিন রেল ইঞ্জিন কারখানার ছুটে যান বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় এবং তিনি নিজে জিএমের সাথে বৈঠক করেন ও অনুরোধ করেন দুর্গাপুজার সময় এই উচ্ছেদ অভিযান বন্ধ রাখতে।

তিনি জানান জিএম তাকে আশ্বাস দিয়েছেন কি রেল বোর্ডের সাথে বিষয়টি নিয়ে কথা বলবেন।তিনি আরো বলেন জিএমও মানুষ তাই সাধারণ মানুষের অসুবিধা বুঝবেন।তাছাড়া যাদের উচ্ছেদ করা হচ্ছে তাদের যেনো সমস্ত নিয়ম কানুন মেনে থাকার জন্য রেল কর্তৃপক্ষ আবাসন দেয় তা নিয়েও আলোচনা করা হয়েছে বৈঠকে।এদিন বিধায়ক বিধান উপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,ভোলা সিং,শ্রমিক নেতা ইন্দ্রজিৎ সিং সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *