ধসে তলিয়ে গেল আস্ত কুয়ো
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, অন্ডাল : ধসে তলিয়ে গেল আস্ত একটি কুয়ো । বুধবার সকালে ঘটনাটি ঘটেছে অন্ডাল ব্লকের খান্দরা গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর বাউরী পাড়াতে । স্থানীয়রা জানান পাড়ায় একটি মাত্র সরকারি কুয়ো ছিল । সেই কুয়ো থেকেই জল সংগ্রহ করত পাড়ার বাসিন্দারা ।
এদিন সকালে কুয়োটি যেখানে রয়েছে সেই জায়গার মাটিতে হঠাৎ মৃদু কম্পন ও আওয়াজ হয় । তারপরই কুয়োটি মাটির তলে বিলীন হয়ে যায় । ঘটনায় আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে । টানা বৃষ্টিতে মাটি নরম হওয়ার কারণে এমনটা হয়ে থাকতে পারে বলে মত তাদের । দুর্ঘটনা এড়াতে কুয়োর চারপাশ বাঁশ দিয়ে বেরিকেড দিয়ে দেন স্থানীয়রা ।