রানীগঞ্জের ৭৬ টি পূজা কমিটিকে সরকারি অনুদান
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : রানীগঞ্জের সীতা রামজি মন্দির সংলগ্ন সরাফ ভবনে বুধবার রানীগঞ্জ থানার পুলিশ প্রশাসন রানীগঞ্জ নাগরিক কমিটি কে সঙ্গে নিয়ে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস, এসিপি সেন্ট্রাল টু বিমান মৃধা, রানীগঞ্জ থানার ইন্সপেক্টর বিকাশ দত্ত, রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় সহ বহু বিশিষ্ট জনের হাত থেকে রাণীগঞ্জের শহর ও গ্রামীণ এলাকার দূর্গা পূজা উদ্যোক্তাদের হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে দুর্গাপুজো কমিটি গুলির জন্য পুজো খরচ বাবদ ৮৫ হাজার টাকা দেওয়া হল।




জানা গেছে রানীগঞ্জের ৭৬ টি ক্লাব সংস্থাকে এই টাকা পুজো বাবদ বিভিন্ন খাতে খরচ করার জন্য দেওয়া হচ্ছে। তবে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কয়েকটি ক্লাব সংস্থা এদিন এই অনুদান রাশি নিতে আসতে পারেনি। জানা গেছে বেশ কয়েকটি নিয়ম নীতি ও সমস্ত বিষয় মেনে, পুজো কমিটি গুলি যাতে পুজো সম্পূর্ণ করে, তার জন্য বার্তা দিয়েছে প্রশাসন। কি কি করনীয় ও কি কি করনীয় নয়, কোন কোন বিষয়গুলি মেনে চলা উচিত সেই সকল বিষয় সম্পর্কে জানান দেন প্রশাসনিক আধিকারিকেরা।