হিরাপুর থানার উদ্যোগ দূর্গাপুজো নিয়ে বার্নপুরে কো-অর্ডিনেশন মিটিং
বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোলের বার্নপুর স্টেশন রোডের প্রান্তিক ক্লাব প্রাঙ্গণে বুধবার সন্ধ্যায় আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের হিরাপুর থানা উদ্যোগে আসন্ন দুর্গাপূজো নিয়ে একটি সমন্বয় বৈঠক বা কো-অর্ডিনেশন মিটিং আয়োজন করা হয়। এই বৈঠকে পুলিশ আধিকারিকরা রাজ্য সরকারের জারি করা নির্দেশিকা সম্পর্কে সবাইকে অবহিত করেন। পাশাপাশি রাজ্য সরকারের কাছ থেকে পাওয়া অনুদানের কিছু অংশ জনস্বার্থে সচেতনতায় ব্যয় করার আবেদন জানানো হয় পুলিশ আধিকারিকদের তরফে। এছাড়াও এই বৈঠকে দুর্গাপূজোর প্যান্ডেলগুলিতে ভক্তদের ভিড় সামাল দিতে নিরাপত্তার বিশেষ জোর ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।




এই সভায় হিরাপুর থানার অফিসার ইনচার্জ বা ওসি সৌমেন্দ্রনাথ সিংহ ঠাকুর বলেন, সমস্ত দুর্গা পূজো আয়োজকদের মন্ডপে ঢোকা ও বেরোনোর আলাদা পথে এবং প্যান্ডেলের ভিতরে সিসিটিভি লাগানো বাধ্যতামূলক। এই সিসিটিভির ফুটেজ রেকর্ডিং ২৪ ঘন্টা চলবে। এর পাশাপাশি, দর্শনার্থীদের নিরাপত্তার জন্য প্যান্ডেলের বিদ্যুৎ ব্যবস্থা এবং আলোকসজ্জা সঠিকভাবে করতে হবে। বৈদ্যুতিক তারগুলি একজন দক্ষ ইলেকট্রিশিয়ান দ্বারা পরীক্ষা করতে হবে। তিনি আরো বলেন, পূজা প্যান্ডেলের আগুন নেভাতে অগ্নিনির্বাপক যন্ত্রের পাশাপাশি বালির ব্যবস্থা করতে হবে। এর পাশাপাশি জারি করা নির্দেশ অনুযায়ী পূজা প্যান্ডেলের উচ্চতা ঠিক রাখতে হবে। পূজো আয়োজকদেরকে তাদের স্বেচ্ছাসেবকদের সংখ্যা পর্যাপ্ত কিনা তা নিশ্চিত করতে হবে। তা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
এদিনের বৈঠকে অন্যদের উপস্থিত ছিলেন আসানসোল দূর্গাপুর পুলিশের ডিসিপি ( পশ্চিম) সন্দীপ কাররা, এসিপি ( হিরাপুর) ঈপ্সিতা দত্ত, এসিপি (ট্রাফিক) সৌরভ চৌধুরী, হিরাপুর ট্রাফিক গার্ডের ওসি প্রসেনজিৎ মাজি ও প্রবীর ধর। এছাড়াও ছিলেন রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমে, সেইল আইএসপির বিদ্যুৎ দপ্তর , টাউন সার্ভিস বিভাগের প্রতিনিধিরা ছাড়াও আসানসোল পুরনিগমের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও হিরাপুর থানা এলাকার দুর্গা পূজো কমিটির প্রতিনিধিরা।