আরজি করের ঘটনায় আসানসোলে থানা ঘেরাওয়ে পুলিশের মামলা, আদালত থেকে জামিন ৫ বিজেপি নেতার
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আরজি করের ঘটনায় আসানসোল দক্ষিণ থানা ঘেরাও কর্মসূচির জন্য ৫ বিজেপি নেতার নামে মামলা হয়েছিলো। বৃহস্পতিবার সেই ৫ বিজেপি নেতার জামিন মঞ্জুর করলেন আসানসোল আদালতের বিচারক। জামিন পাওয়া ৫ জন হলেন
অভিজিৎ রায় আসানসোল সাংগঠনিক জেলার বিজেপি জেলা সম্পাদক অভিজিৎ রায় , জেলা সম্পাদক রাম অধিকারী, আসানসোল উত্তরের কো- কনভেনার মধুসূদন দে, আসানসোল উত্তর মন্ডল ৩ র সভাপতি প্রণব মুখোপাধ্যায় ও আসানসোল পুরনিগমের প্রাক্তন কাউন্সিলর বিজেপি ভৃগু ঠাকুর। এদিন ৫ বিজেপি নেতার হয়ে আদালতে জামিনের সওয়াল করেছিলেন বিজেপির লিগ্যাল সেলের আইনজীবী অভিজিৎ ঘটক।




এই প্রসঙ্গে জেলা সম্পাদক অভিজিৎ রায় বলেন, বেশ কিছুদিন আগে বিজেপির ডাকে আরজি করের ঘটনার প্রতিবাদে আসানসোল দক্ষিণ থানার সামনে আন্দোলন করে করা হয়েছিলো। সেই সময় একশ্রেণীর দল দাস পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপি কর্মীদের মামলা দিয়ে আন্দোলনকে স্তব্ধ করার চেষ্টা করছিলো। কিন্তু আরজি করের প্রতিবাদ প্রতিরোধ শুধু বিজেপির নয়, সারা বাংলার সাধারণ মানুষের প্রতিবাদ আন্দোলন। যাকে স্তব্ধ করা অসম্ভব। তিনি আরো বলেন, এদিন আদালত বিজেপি কর্মীদের জামিন মঞ্জুর করেছে।।