পশ্চিম বর্ধমান জেলায় দুর্গাপুজো কার্নিভাল, মন্ত্রীর উপস্থিতিতে প্রশাসনের প্রস্তুতি বৈঠক
বেঙ্গল মিরর, দূর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ আগামী ১৪ অক্টোবর এই বছরের ” দূর্গাপুজো কার্নিভাল “। এই কার্নিভালকে সামনে রেখে শনিবার সন্ধ্যায় দূর্গাপুরে দূর্গাপুর পুরনিগমের কনফারেন্স হলে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তরফে একটি প্রস্তুতি বৈঠক হয়। এই বৈঠকে সভাপতিত্ব করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন কমন্ত্রী প্রদীপ মজুমদার। এছাড়াও এই বৈঠকে ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, আসানসোল দূর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান কবি দত্ত, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল পুরনিগমের পুর কমিশনার রাজু মিশ্র, দূর্গাপুর পুরনিগমের পুর প্রশাসক বোর্ডের চেয়াপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, জেলার অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল সহ অন্যান্যরা।




দূর্গাপুজো শেষে বিগত বছরগুলোর এবারও আগামী ১৪ অক্টোবর দূর্গাপুজো কার্নিভাল হবে। পশ্চিম বর্ধমান জেলার দূর্গাপুরের পাশাপাশি আসানসোলেও পুজো কার্নিভাল হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। এদিনের দূর্গাপুরের বৈঠকে দূর্গাপুরের কার্নিভাল নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক কি কি করা, রুট কি হবে, তার একটা খসড়া তৈরি করা হয়েছে।আরজি করের ঘটনার আবহে এবারের দূর্গাপুজো ও তারপরে পুজো কার্নিভাল খুবই তাৎপর্যপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে।