আসানসোলে ভলভোর ধাক্কায় জখম বাইক চালক, অবরোধ, বিক্ষোভ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* ভলভো বাসের ধাক্কায় এক মোটরবাইক চালকের জখম হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো আসানসোল শহরে। রবিবার বেলা পৌনে বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার জিটি রোডের গোধূলি মোড় সংলগ্ন এলাকায়। ঘটনার পরে এলাকার বাসিন্দারা জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করেন। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানা ও আসানসোল দক্ষিণ ট্রাফিক গার্ড পুলিশ এলাকায় আসে। আহত মোটরবাইক চালকেরনাম পঙ্কজ পাসোয়ান ( ৩০)। তার বাড়ি পান্ তাকে পুলিশ আহত অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করে।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240929-wa01251627197013657100006-500x225.jpg)
পরে খবর পেয়ে পান্ডবেশ্বর থেকে মোটরবাইক চালকের পরিবারের সদস্যরা আসানসোল জেলা হাসপাতালে আসেন। জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে , যুবকের শারীরিক অবস্থা যথেষ্টই আশঙ্কা জনক।
জানা গেছে, এদিন বেলা পৌনে বারোটা নাগাদ পান্ডবেশ্বরের যুবক মোটরবাইক করে আসানসোলের উষাগ্রামের দিক থেকে আসানসোল বাজারের দিকে যাচ্ছিলেন। জিটি রোডের গোধূলি মোড়ের কাছে পেছন দিক থেকে কলকাতা আসানসোল রুটের একটি ভলভো বাস তাকে ধাক্কা মারে। তাতে ঐ যুবক মোটরবাইক থেকে ছিটকে পড়ে গুরুতর জখম হন। আশপাশের লোকেরা দৌড়ে আসেন। তারপরেই গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পড়ে। এলাকার বাসিন্দারা জিটি রোড অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ এলাকায় আসে। যানজটে জিটি রোডে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
এলাকার বাসিন্দারা বলেন, জায়গাটি জনবহুল ও ব্যস্ততম। কিন্তু এই জায়গা দিয়ে বাস বেপরোয়া ভাবে চলাচল করে। এই মোটরবাইক রাস্তার একদম পাশ দিয়ে যাচ্ছিলো। তারপরেও পেছনের দিক থেকে ভলভো বাস তাকে ধাক্কা মারে। অবিলম্বে এই এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে।
বেশ কিছুক্ষনের চেষ্টায় পুলিশ এলাকার বাসিন্দাদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
পুলিশ জানায়, বাসটিকে আটক করা হয়েছে। মোটরবাইক চালকের পরিবারের সদস্যরা খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই আসানসোলে চলে আসেন।