আসানসোল পুরনিগমের উদ্যোগ, ২০২৩ সালের সেরা দূর্গাপুজো কমিটিকে সম্মান
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ মহালয়ার দিন বুধবার আসানসোল রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানে ২০২৩ সালের সেরা দূর্গাপুজো কমিটিগুলিকে পুরষ্কৃত করে সম্মান জানানো হলো। আসানসোল পুরনিগমের তরফে এদিন আসানসোল পুর এলাকার বিভিন্ন পূজা কমিটিকে সম্মানিত করা হয়। এই অনুষ্ঠানে আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় ছাড়াও ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, বোরো চেয়ারম্যান ডাঃ দেবাশীষ সরকার, রাজেশ তিওয়ারি, শিবানন্দ বাউরি, অন্যান্য কাউন্সিলর ও কর্মি এবং আধিকারিকরা উপস্থিত ছিলেন।
এই প্রসঙ্গে মেয়র বিধান উপাধ্যায় বলেন, মহালয়ার দিনে ২০২৩ সালের সেরা দুর্গাপূজা কমিটিকে সম্মান দেওয়া হলো। তবে এই তা হবেনা। আসানসোল পুরনিগম দুর্গাপূজা কমিটিগুলোকে পূজা মন্ডপে অষ্টমী পর্যন্ত এই বছরের পুরস্কার দিয়ে সম্মানিত করার চেষ্টা করা হবে।
তিনি আরো বলেন, দুর্গাপূজো বাংলার অন্যতম বড় উৎসব। সারা বাংলার পাশাপাশি আসানসোল পুরনিগম এলাকায় পূর্ণ আড়ম্বর সহকারে পালিত হয় এই শারদোৎসব। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। আসানসোল পুরনিগমের তরফে এই উৎসব পালনে সবরকম ভাবে সহযোগিতা করে থাকে। এই বছরেও তার অন্যথা হবে না। এর সঙ্গে তিনি আশ্বস্ত করেন যে আসানসোল পুরনিগমের সব আধিকারিকদের দরজা সকলের জন্য খোলা রয়েছে। আসানসোল পুর এলাকার মানুষ বিনা দ্বিধায় আসানসোল পুরনিগমে এসে তাদের সমস্যার সমাধান করতে পারেন। আগামীদিনে আসানসোল এই পুর এলাকার উন্নয়নের জন্য আরো অনেক প্রকল্প বাস্তবায়ন করবে।