বাসের ধাক্কায় বাইক চালক জখম, জিটি রোড অবরোধ, বিক্ষোভ
বেঙ্গল মিরর , কুলটি ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ দূর্গাপুর – বরাকর রুটের একটি বড়বাসের ধাক্কায় জখম হলেন এক মোটরবাইক চালক। আসানসোলর কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির লছিপুরে এই ঘটনার পরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিয়ামতপুর মোড় এলাকায় জিটি রোডের যান চলাচল নিয়ন্ত্রণে স্পিড ব্রেকার বসানো ও ট্রাফিক ব্যবস্থা ঠিক করার দাবিতে এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিয়ামতপুর ফাঁড়ি ও ট্রাফিক গার্ড পুলিশ। দেড় ঘন্টা ধরে এই রাস্তা অবরোধ বিক্ষোভ চলে। পরে পুলিশের আশ্বাসে রাস্তা অবরোধ উঠে যায়। জখম মোটরবাইক চালক আসানসোলের হিরাপুর থানার বার্ণপুরের নতুন রোডের বাসিন্দা অচিন্ত্য মাজি ( ৪০) পুলিশ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও বাসিন্দাদের সূত্রে জানা গেছে, এদিন সকাল আটটা নাগাদ বরাকর দূর্গাপুর রুটের একটি বড়বাস বরাকর থেকে আসানসোলের দিকে যাচ্ছিলো। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি অন্তর্গত লছিপুর মোড় জিটি রোডে বাসটি বার্ণপুরের বাসিন্দা অচিন্ত্য মাজিকে ধাক্কা মারে। সেই ধাক্কায় গুরুতর আহত হয় ঐ বাইক চালক। ঘটনা জেরে এলাকাবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করেন। রাস্তা অবরোধ বিক্ষোভের জেরে জিটি রোডে যান চলাচল ব্যহত হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয় বাসিন্দা তৃনমুল কংগ্রেসের নেতা বাচ্চু রায় বলেন, লছিপুর মোড় এলাকা খুবই জনবহুল। পুলিশ প্রশাসনের কাছে এলাকার বাসিন্দারা বলেছেন এখানে যান চলাচল নিয়ন্ত্রণ স্পিড ব্রেকার বসানোর জন্য। তারা তা মেনে নিয়েছে। আমি গাড়ি চালকদের কাছে অনুরোধ করবো, কম স্পিডে গাড়ি চালাতে। তাতে পথ দূর্ঘটনা হবে না।
পুলিশের এক আধিকারিক বলেন, বাসটিকে আটক করা হয়েছে।