আসানসোলে পুজো কার্নিভাল রুট পরিবর্তন, পুলিশ প্রশাসনের বৈঠক, ভার্চুয়ালে অংশ মন্ত্রীর
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত : পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ও দুর্গাপুরে আগামী ১৪ অক্টোবর সরকারি পৃষ্ঠপোষকতায় এই বছরের দুর্গা পূজো কার্নিভালের আয়োজন হতে চলেছে। আসানসোলের এই কার্নিভাল নিয়ে বৃহস্পতিবার দুপুরে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে প্রশাসনিক স্তরে দুটি প্রস্তুতি বৈঠক করা হয়। আসানসোলের সার্কিট হাউসে হওয়া কার্নিভাল নিয়ে প্রথম বৈঠকে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক ভার্চুয়াল অংশ নেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলাম, আসানসোল দূর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, আসানসোল পুরনিগমের কমিশনার রাজু মিশ্র, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় , দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক, আসানসোল দূর্গাপুর পুলিশের ডিসিপি (সেন্ট্রাল ) ধ্রুব দাস, অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল, আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য সহ জেলা প্রশাসন ও পুলিশ কমিশনারেটের আধিকারিকরা।
দ্বিতীয় বৈঠকটি হয় যেসব পুজো কমিটি অংশ নেবে এবছরের পুজো কার্নিভালে, তাদের সদস্যদের সঙ্গে।
এক প্রশাসনিক কর্তা এই প্রসঙ্গে বলেন, ২০২৩ সালে যে রুটে বা রাস্তায় পুজো কার্নিভাল হয়েছিলো, তার এবছর পরিবর্তন করা হয়েছে। এবারের রুট হচ্ছে বার্নপুর রোড। পুজো কমিটিগুলি তাদের ট্যাবলো নিয়ে আসানসোল স্টেডিয়ামের রাস্তায় জমায়েত করবেন। তারপর তারা একে একে চিত্রা মোড় থেকে আসতে শুরু করবেন। কোর্ট মোড় হয়ে তারা আসবেন জিটি রোডের ভগৎ সিং মোড়ের দিকে। সেখানে কার্নিভাল শেষ হবে। তার মাঝে পুলিশ লাইনের কাছে আসানসোল সাইবার থানার সামনে মুল স্টেজ করা হবে। মোট তিনটি স্টেজ করা হবে আপাততঃ ঠিক করা হয়েছে। সেখানে পুজো কমিটির সদস্যরা তাদের পারফরম্যান্স দেখাবেন। রাস্তার অন্যদিকে দর্শক আসন করা হবে। কার্নিভালে ভালো পারফর্ম করা পূজা কমিটিগুলোকেও পুরস্কৃত করা হবে।
তিনি আরো বলেন, গত বছর মোট ১৪ টি পুজো কার্নিভালে অংশ নিয়েছিলো। এবারে সেই সংখ্যাটা বাড়বে। এদিনই দুটো পুজো কমিটি এবারের কার্নিভালে অংশ নেবে বলে আবেদন করেছে। আরো কয়েকটি অংশ নেওয়ার ব্যাপারে ইচ্ছে প্রকাশ করেছে। এদিন দ্বিতীয় বৈঠকটি হয় পুজো কমিটির সদস্যদের সঙ্গে।
প্রসঙ্গতঃ, গত বছরের পুজো কার্নিভালের রুট ছিলো আসানসোল রবীন্দ্র ভবনের সামনের রাস্তা হয়ে জিটি রোডে ভগৎ সিং মোড় সংলগ্ন এলাকা পর্যন্ত। সার্কিট হাউসের সামনে জিটি রোডের উপর স্টেজ করা হয়েছিলো। যে দুপুর থেকে রাত পর্যন্ত দীর্ঘ কয়েক ঘন্টা জিটি রোডের একাংশ বন্ধ ছিলো। যে কারণে সাধারণ মানুষের দুর্ভোগ হয়। জেলা প্রশাসনে বিতর্কের মুখে পড়ে। এবছর তাই রুটের পরিবর্তন করা হয়েছে বলে পুলিশ প্রশাসন সূত্রে খবর।