দূর্গাপুজো উপলক্ষে আসানসোল পুর এলাকায় ঘুরবে পাঁচটি ট্যাবলো, শুভেচ্ছা জানানোর পাশাপাশি সচেতনতার প্রচার
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত : দুর্গা পূজোকে সামনে রেখে আসানসোল পুরনিগমের তরফে সুসজ্জিত ট্যাবলো বার করা হলো। এই ট্যাবলো আসানসোল পুরনিগমের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানুষদেরকে দুর্গাপূজোর শুভেচ্ছা জানাবে। এর পাশাপাশি এই ট্যাবলোর মাধ্যমে পুরবাসীদেরকে পরিষ্কার-পরিচ্ছন্নতা, ডেঙ্গু সহ অন্যান্য বিষয়ে সচেতন করা হবে। এই উপলক্ষে শুক্রবার আসানসোল পুরনিগমে হওয়া এক অনুষ্ঠানে সবুজ পতাকা দেখিয়ে এই ট্যাবলোর সূচনা করেন আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক ও মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়। এছাড়াও পুরনিগমের ওএস বীরেণ অধিকারী সহ আধিকারিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে ।
এই প্রসঙ্গে ডেপুটি মেয়র ওয়াসিমুল হক বলেন, দুর্গাপূজাকে সামনে রেখে আসানসোল পুরনিগমের পক্ষ থেকে ট্যাবলো বার করা হয়েছে। এই ট্যাবলো পুরনিগমের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানুষকে দুর্গাপূজার শুভেচ্ছা জানাবে এবং বিভিন্ন বিষয়ে সচেতন করবে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুসরণ করে আসানসোল পুরনিগম সবসময় বিভিন্ন উৎসব উপলক্ষে এই ধরনের ট্যাবলো বার করে।
এদিকে, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুসরণ করে এবার পাঁচটি ট্যাবলোর এদিন উদ্বোধন করা হয়েছে। আসানসোল পুরনিগমের বিভিন্ন এলাকায় এগুলো ঘুরবে। তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় বলেন, বাংলায় সব ধর্মের মানুষ একসঙ্গে থাকেন ও তারা সবাই একে অপরের উৎসবে অংশগ্রহণ করেন। সেই ভাবনা মাথায় রেখেই এই ট্যাবলো বার করা হয়েছে।