ASANSOL

শারদোৎসবের আগে আসানসোল পুরনিগমের কাউন্সিলারদের বোর্ড বৈঠক,  পুজোর সময় জল ও বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখার নির্দেশ

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ দুর্গাপুজোর ঠিক আগে শুক্রবার বিকেলে আসানসোল পুরনিগমের পুর কাউন্সিলারদের নিয়ে একটি বোর্ড বৈঠক অনুষ্ঠিত হয়। নিয়ম মতো এই বোর্ড বৈঠকের সভাপতিত্ব করেন পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। এছাড়াও বৈঠকে ছিলেন দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় সহ অন্য মেয়র পারিষদ, বোরো চেয়ারম্যান,  কাউন্সিলার সহ পুর আধিকারিকরা। তবে এদিনের বৈঠকে গরহাজির ছিলেন মেয়র বিধান উপাধ্যায় ও পুর কমিশনার রাজু মিশ্র।


বৈঠক শেষে চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় জানান, দুর্গাপূজার আগে এটি একটি গুরুত্বপূর্ণ বোর্ডের বৈঠক ছিলো। যেখানে দুর্গাপুজোর সময় জল ও বিদ্যুতের সুষ্ঠু সরবরাহ বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্গাপূজার সময় কোন এলাকার বাসিন্দাদের জল ও বিদ্যুত পেতে কোনো সমস্যা না হয়, তা নিয়ে আলোচনা করা হয়েছে। ওয়ার্ল্ড কাউন্সিলারদের পাশাপাশি পুর আধিকারিক ও কর্মীদের সতর্ক করে দেওয়া হয়েছে। পুজোর সময় রাস্তায় বেরিয়ে যাতে সাধারণ মানুষের কোন সমস্যা না হয়, তারজন্য পঞ্চমীর আগেই রাস্তা সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুর্গাপুজোর সময় বেশীরভাগ চিকিৎসকই ছুটিতে চলে যাওয়ায় চিকিৎসা পরিষেবা পেতে প্রায়ই সমস্যায় পড়তে হয়। তাই এই সমস্যার সমাধানে প্রতিদিন কোন না কোন এলাকায় স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে। পুরনিগমের স্বাস্থ্যকেন্দ্রগুলি খুলে রাখা হবে, যাতে কোনও ব্যক্তির চিকিৎসা পরিষেবা পেতে কোনও অসুবিধার সম্মুখীন না হয় তা নিশ্চিত করার জন্য । তিনি আরো বলেন, রাজ্য সরকারের নির্দেশ অনুসারে এদিন থেকে আসানসোল পুরনিগমে ছুটি হয়ে যাচ্ছে। তবে পুরনিগমে সবসময় কর্মচারীদেরকে রাখা হবে। যাতে জল, বিদ্যুত বা অন্য যেকোন নাগরিক সুবিধা পেতে কোন সমস্যা না হয়। কোন সমস্যা হলে দ্রুত সমাধান করার ব্যবস্থাও থাকবে । আসানসোল পুরনিগমের কর্মচারীদের বোনাস সংক্রান্ত বিষয়ে এদিনের বৈঠকে আলোচনা করা হয়েছে।

বলা হয়েছে, যারা রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী বোনাস পাবেন তাদের তা দেওয়া হবে। তিনি বলেন, দুর্গাপূজোর ছুটির পরে আসানসোল পুরনিগম খোলার পরে, সব কাজ স্বাভাবিক ভাবেই চালু হয়ে যাবে। তারপর কালিপূজা ও ছটপূজো। সেই সময়েও সাধারণ মানুষের যাতে কোনো ধরনের সমস্যা না হয় তাও নিশ্চিত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *