ASANSOL

অসম তৃনমুল কংগ্রেসের রাজ্য ইনচার্জ মন্ত্রী মলয় ঘটক

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ দলের তরফে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক। আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক মন্ত্রী মলয় ঘটককে অসমের তৃণমূল কংগ্রেস রাজ্য বা স্টেট ইনচার্জ নিযুক্ত করা হয়েছে। রবিবার তৃণমূল কংগ্রেসের এক রাজ্য নেতার এক্স হ্যান্ডেলে এই তথ্য দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফে ঐ বিঞ্জপ্তিতে বলা হয়েছে এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।এই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পশ্চিমবঙ্গের বাইরেও দলকে সম্প্রসারণ করতে বা বাড়াতে চায় তৃণমূল কংগ্রেস।

ইতিমধ্যেই গোয়া, মেঘালয়ের মতো ছোট রাজ্যে ঢুকে পড়েছে তৃণমূল কংগ্রেস। এখন অসমেও রাজনৈতিক ভাবে শিকড় গড়ার চেষ্টা করছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। এই প্রেক্ষাপটে অসমের তৃণমূল কংগ্রেসের রাজ্য ইনচার্জ হিসেবে মন্ত্রী মলয় ঘটকের নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। শাসক দলের অন্দরে বলা হয়, মন্ত্রী মলয় ঘটক তৃণমূল কংগ্রেসের একজন সিনিয়র নেতা এবং রাজনীতিতে তার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। তাই অসমে তার হাতে দলের দায়িত্ব হস্তান্তর সেখানে সংগঠনকে শক্তিশালী করতে সাহায্য করবে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *