পশ্চিম বর্ধমানে ১৯ পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বেঙ্গল মিরর,আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত : তৃতীয়ার সন্ধ্যায় সারা বাংলার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলায় আরো ১৯ টি দূর্গাপুজোর কলকাতা থেকে ভার্চুয়াল উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে ছিলো বার্নপুরের রাধানগর অ্যাথলেটিক ক্লাবের পূজা প্যান্ডেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা থেকে রাধানগর অ্যাথলেটিক ক্লাবের পূজা প্যান্ডেলের উদ্বোধন উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। সেখানে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক ছাড়াও পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবালাম, আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি পবন গুটগুটিয়া, প্রশাসনের আধিকারিক ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। ১৯ টি পুজোর মধ্যে আসানসোল পুরনিগম এলাকার তিনটি ও দূর্গাপুর পুরনিগমের দুটি রয়েছে। বাকিগুলো হলো জেলার বিভিন্ন ব্লকের পুজো।
অন্যদিকে, আসানসোলের বিবেকানন্দ সরণীর সৃষ্টিনগরে সৃষ্টিনগর শারদোৎসব কমিটির পুজোয় উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের মেন্টর বা পরামর্শদাতা ভি শিবদাসন তরফে দাসু, আসানসোল পুরনিগমের বোরো চেয়ারম্যান অনিমেষ দাস, আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুন্ডু ও আসানসোল দক্ষিণ থানা (পিপি) র ওসি সঞ্জীব দে। এদিন উদ্বোধন হওয়া ১৯ টি পুজোর মধ্যে আসানসোল পুরনিগম এলাকার তিনটি ও দূর্গাপুর পুরনিগমের দুটি রয়েছে। বাকিগুলো হলো জেলার বিভিন্ন ব্লকের পুজো।