Your Organization পক্ষ থেকে শ্যামডিহি সাঁওতালি বস্তি অঞ্চলে শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হল
বেঙ্গল মিরর, আসানসোল : আসানসোল মহকুমার একেবারে প্রান্তিক অঞ্চল হিরাপুরের শ্যামডিহি সাঁওতাল বস্তি। দামোদর নদের একধারে জনজাতির এই বস্তির প্রায় কোন পরিবারেই নিয়মিত রোজগারের সংস্থান নেই। ফলে বাচ্চাদের মুখে পুষ্টিকর অন্ন তুলে দেওয়াই যখন এদের বাবা মায়ের পক্ষে ভীষণ কষ্টসাধ্য হয়ে পড়ে তখন পুজো বা তাদের প্রধান উৎসব বাদনা পরবে নতুন জামাকাপড় কেনাটা ওদের কাছে বিলাসিতা ছাড়া আর কিছু নয়!
এই অবস্থায় অন্যান্য বছরের মতো এই বারও Your Organization পক্ষ থেকে শ্যামডিহি সাঁওতালি বস্তি অঞ্চলে ৫০ জন অভাবী শিশু (অনুর্ধ ১৫ বৎ) ‘র হাতে BN Ghantyর নতুন পোশাক তুলে দেওয়া হল।
আমেরিকার ভার্জিনিয়ার বাসিন্দা প্রবাসী বাঙালি বিশিষ্ট Industrialist পুলক চক্রবর্তী তাঁর সদ্যজাত দৌহিত্র লাবণ্য’র মঙ্গলকামনায় এই বস্ত্র বিতরণের সমস্ত ব্যয়বহন করেছেন।
গত কয়েকদিন Your Organization এর সব মেম্বাররা অক্লান্ত পরিশ্রম করেছেন আজকের এই সুমহান কর্তব্যটি সাফল্যমন্ডিত করতে। তাঁদের মধ্যে আজ উপস্থিত ছিলেন Dr. মহাদেব মাজি, বিশ্বনাথ মিত্র, সুজাতা নাগ, রূপা ঘোষাল, প্রসেনজিৎ দাস, সুজিত অতনু চক্রবর্তী, সীমা মিত্র, অভিষেক ঠাকুর, জয়দীপ দাস প্রমুখ