PANDESWAR-ANDAL

নিরাপত্তা রক্ষীদের ঘরে তালা বন্ধ করে দুঃসাহসিক লুঠপাট

বেঙ্গল মিরর, সার্থক দে, পাণ্ডবেশ্বর :-  পুজোর মুখে আবারো চুরির ঘটনায় আতঙ্ক ছড়ানো এলাকায়। ইসিএল এর নিরাপত্তা রক্ষীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে একটা ঘরে তালা বন্ধ করে লক্ষাধিক টাকার দামি যন্ত্রাংশ নিয়ে চম্পট দিল দুষ্কৃতি দল। ঘটনাটি ঘটেছে গত রাতে পাণ্ডবেশ্বর বিধানসভার বাঁকোলা এরিয়ার তিলাবনী কলিয়ারীতে।
এমডিও প্রোজেক্টের দরুন কিছুদিন হল বন্ধ হয়েছে বাঁকোলা এরিয়ার তিলাবনী কোলিয়ারির উৎপাদন। আর সে কারণেই সংশ্লিষ্ট খনিতে কমেছে শ্রমিকদের সংখ্যা। বর্তমানে সেই খনির যন্ত্রাংশ রক্ষার দায়িত্ব রয়েছে  কয়েকজন বেসরকারি নিরাপত্তা রক্ষী, এবং তাদের সঙ্গে রয়েছে ই সি এল এর এক নিরাপত্তা রক্ষীও। বেসরকারি নিরাপত্তা রক্ষীদের একেবারে লাঠি হাতে জীবনে ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে ইসিএল এর আধিকারিকদের চাপে।


বাঁকলা এরিয়ার সিকিউরিটি ইনচার্জ সরোজ ব্যানার্জি জানান, জীবনে ঝুঁকি নিয়ে নিরাপত্তারক্ষীরা তাদের দায়িত্ব পালন করছেন। এই বিষয়ে ইসিএল এর আধিকারিকদের বারবার জানানো সত্বেও নিরাপত্তারক্ষীদের নিরাপত্তার দায়িত্বের ব্যাপারে কোনো কর্ণপাত করছে না ম্যানেজমেন্ট। তিনি বলেন কোলিয়ারির এজেন্ট অনুপ মন্ডল কে এই বিষয়ে জানানো হলেও নিরাপত্তা রক্ষীদের নিরাপত্তার বিষয়টি নিয়ে তিনি উদাসীন। সরজবাবু জানান গত রাত্রে প্রায় ২৫ থেকে ৩০ জনের একটি ডাকাত দল রাত্রি একটার পর কলিআড়িতে কর্মরত নিরাপত্তা রক্ষীদের আগুনে মাত্র দেখিয়ে একটা ঘরে বন্ধ করে মোবাইল কেড়ে নেয়। তারপর ব্যাপকভাবে লুটপাট চালায় কোলিয়ারির গোডাউনে।

পাশাপাশি তিনি এও অভিযোগ করেন এই ব্যাপারে রাত্রে ই সিআইএসএফকে ফোন করলেও কোন উত্তর পাওয়া যায়নি সিআইএসএফের তরফে। পাণ্ডবেশ্বর থানার পুলিশকে খবর দেওয়া হলে থানার পুলিশ ঘটনার তদন্তে আসে। একশ্রেণী শ্রমিকরা মনে করছেন যে সিআইএসএফ, যাদের হাতে ইসিএল এর নিরাপত্তার দায়িত্ব রয়েছে তারা
নিরাপত্তার বিষয়ে উদাসীন।বেসরকারি নিরাপত্তা রক্ষী সমীরণ মুখার্জি,শেখ সালাউদ্দিন, হামিদ খান, দীনেশ মন্ডল রা জানান, হঠাৎ করে ২০-২৫ জনের একটা দল তাদের ওপর হামলা চালায় এসেই ব্যাপক মারধর করা হয় তাদের। তারপর তাদের থেকে মোবাইল কেড়ে নিয়ে একটা ঘরে তালা বন্ধ করেআগ্নেয় অস্ত্র দেখিয়ে লুটপাট করে।পাশাপাশি কোলিয়ারিতে থাকা সিসিটিভি গুলিওনষ্ট করার চেষ্টা করে দুষ্কৃতীরা বলে অভিযোগ।বেসরকারি নিরাপত্তা রক্ষী দীনেশ মন্ডল জানান, সকলেই মুখে কাপড় বেঁধে এসেছিল বলে জানান তারা। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে তদন্ত করার চেষ্টা চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *