হিরাপুর থানার পুলিশের সাফল্য
বেঙ্গল মিরর, বার্নপুর, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : পুজোর বাজার করতে বেরিয়ে টাকা ও এটিএম কার্ড সহ হারিয়ে যাওয়া ব্যাগ এক ঘন্টার মধ্যে হিরাপুর থানার পুলিশের সাহায্যে ফিরে পেলেন বার্নপুরের এক মহিলা। সোমবার চতুর্থীর সন্ধ্যার আসানসোলের বার্নপুরের বাজারের এই ঘটনা। পুলিশের সাহায্যে সবকিছু ফিরে পাওয়ায় স্বাভাবিক ভাবেই খুশি হিরাপুর থানার বার্নপুরের ধ্রুপডাঙ্গার গুরুদ্বোয়ারা সংলগ্ন এলাকার বাসিন্দা সরোজ সিং।
তিনি বলেন, আমি সোমবার সন্ধ্যায় বাজার করতে আসি। সেই সময় আমার ব্যাগটা হারিয়ে যায়। তাতে আমার কয়েক হাজার টাকা আর এটিএম কার্ড ছিলো। আমি সঙ্গে সঙ্গে গোটা ঘটনার কথা বলে হিরাপুর থানায় অভিযোগ জানা। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে হিরাপুর থানার পুলিশ। ঘটনার ১ঘণ্টার মধ্যে হিরাপুর থানার টাউন অফিসার রাজেশ ভট্টাচার্য ও অফিসার অঞ্জন মন্ডলের নেতৃত্বে পিসি পার্টির ছেলেরা সেই ব্যাগ খুঁজে বার করেন। পরে রাতে হিরাপুর থানায় সরোজ সিং নামে ঐ মহিলার হাতে তুলে দেওয়া হয় সেই ব্যাগ।