ASANSOL

আসানসোলের কার্নিভালে অংশ নিচ্ছে ১৭ টি দূর্গাপুজো

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত: দ্বিতীয় বর্ষের ” আসানসোল দূর্গাপুজো কার্নিভালে ” অংশ নিচ্ছে ১৭ টি দূর্গাপুজো। সোমবার বিকেল চারটে থেকে হবে ” আসানসোল দূর্গাপুজো কার্নিভাল ২০২৪ “। ২০২৩ সালের পুজো কার্নিভালে ১৪ টি পুজো কমিটি কার্নিভালে অংশ নিয়েছিলো। সেই হিসেবে এই বছর তিনটি পুজো কমিটি বেড়েছে।


সোমবারের এই পুজো কার্নিভাল সুষ্ঠু ভাবে করতে রবিবার দশমীর সকালে আসানসোলের সার্কিট হাউসে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে উচ্চ পর্যায়ের একটি প্রশাসনিক বৈঠক হয়। এই বৈঠকে কার্নিভালের শেষ প্রস্তুতি নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। মন্ত্রী ছাড়াও এই বৈঠকে ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, আসানসোল দূর্গাপুর পুলিশের ডিসিপি ( হেডকোয়ার্টার) অরবিন্দ আনন্দ, জেলার অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল, আসানসোলের মহকুমাশাসক ( সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, আসানসোল পুরনিগমের দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় সহ পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা।
এই বৈঠকের পরে জেলাশাসক সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা যে রাস্তায় এবারের পুজো কার্নিভাল হবে, সেই জায়গা পরিদর্শন করেন।


অন্যদিকে, এদিন বিকেলে আসানসোলের মহকুমাশাসকের (সদর) কার্যালয়ে পুজো কার্নিভাল নিয়ে আরো একটি বৈঠক হয়। মহকুমাশাসক (সদর) সহ অন্যান্যরা এই বৈঠকে ছিলেন।
প্রসঙ্গতঃ, এবারের পুজো কার্নিভাল আসানসোল শহরের জিটি রোডের রবীন্দ্র ভবন সংলগ্ন রাস্তায় হচ্ছে না। এবারে পুজো কার্নিভালের রুট পরিবর্তন করা হয়েছে। পুজো কার্নিভাল হবে বার্নপুর রোডে। সোমবার বিকেল চারটে থেকে শুরু হবে এই পুজো কার্নিভাল। চিত্রা মোড় থেকে শোভাযাত্রা সহকারে প্রতিমাগুলি একে একে আসবে। তা শেষ হবে ভগৎ সিং মোড়ে। তার মাঝে আসানসোল পুলিশ লাইন সংলগ্ন বার্নপুর রোডে তিনটি স্টেজ করা হয়েছে। মুল স্টেজের সামনে পুজো কমিটির সদস্য ও সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন। সেখানে বিচারকরা থাকবেন। তারা তিনটি সেরা দূর্গাপুজোকে বেছে নেবেন। রাজ্য সরকারের তরফে জেলা প্রশাসন সেই তিনটি পুজোকে পুরষ্কৃত করবে।


এদিক, পুজো কার্নিভালের চিত্রা মোড় থেকে ভগৎ সিং মোড় সংলগ্ন এলাকাকে নিরাপত্তার ঘেরাটোপে রাখা হচ্ছে। পুজো কার্নিভালের জন্য বার্নপুর রোড ও সংযোগকারী সব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে দুপুর থেকেই বলে জেলা প্রশাসন ও আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেট সূত্রে জানা গেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *