ASANSOL

আসানসোলে ” পুজোর কার্নিভাল ২০২৪” লাগামছাড়া ভিড়, ঋতুপর্ণা সেনগুপ্তর নৃত্য সহ বাংলার শিল্প ও সংস্কৃতির মেলবন্ধনে  সাংস্কৃতিক অনুষ্ঠান

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ বাংলা ঐতিহ্যশালী একাধিক শিল্প সংস্কৃতির মেলবন্ধনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সোমবার বিকেলে শুরু হলো দ্বিতীয় বর্ষের আসানসোল ” পুজোর কার্নিভাল ২০২৪ “। তবে উদ্বোধনী অনুষ্ঠানের মুল আকর্ষণ ছিলো অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও তার ট্রুপের নৃত্যানুষ্ঠান।  বার্নপুর রোডে এই বছরের পুজোর কার্নিভালের আয়োজন করা হয়েছিলো পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তরফে। সূচনায় যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তার মধ্যে ছিলো শঙ্খ বাজানো, শ্রী খোল, ঢাক, আদিবাসী নৃত্য, ছৌ নৃত্য। মুল মঞ্চে ছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, আসানসোল দূর্গাপুর পুলিশের কমিশনার সুনীল কুমার চৌধুরী,  আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের মেন্টর বা পরামর্শদাতা ভি শিবদাসন তরফে দাসু, জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরি, আসানসোল রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি মহারাজ স্বামী সৌমাত্বানন্দজী, বিধায়ক হরেরাম সিং, পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা।

এই সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ শুরু হয় পুজোর কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা। কার্নিভালের একবারে প্রথমেই আসে বার্ণপুরের নেতাজী স্পোর্টিং ক্লাবের পুজো। আসানসোল শহর সহ শিল্পাঞ্চলের ১৫ টি পুজো কমিটি অংশ নেয়। সেই শোভাযাত্রা শুরু হয় চিত্রা মোড় থেকে। বার্নপুর রোড হয়ে তা শেষ হয় ভগৎ সিং মোড়ে।
কার্নিভ্যাল চলাকালীন বক্তব্য রাখেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক ও আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। দুজনের বক্তব্যেই উঠে আসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। তারা বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কার্নিভালের সূচনা করে, বাংলার শ্রেষ্ঠ উৎসবকে এক অন্যমাত্রায় নিয়ে গেছেন। বাংলার দূর্গাপুজো আজ বিশ্বের দরবারে গেছে। মন্ত্রীর দাবি, এদিন কার্নিভাল দেখতে এসেছেন ২০ হাজারেরও বেশি মানুষ। এছাড়াও এদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক ও আসানসোল দূর্গাপুরের পুলিশ কমিশনার।


আসানসোলের এবারের পুজোর কার্নিভাল নিয়ে সাধারণ মানুষের উন্মাদনা ছিলো চোখে পড়ার মতো। বার্নপুর রোডের দু’ধারে মানুষের লাগামছাড়া ভিড় ছিলো। দর্শকদের বসার জন্য জেলা প্রশাসনের তরফে বার্ণপুর রোডের একধারে চেয়ার পাতা হয়েছিলো।
এই কার্নিভালের নিরাপত্তা ব্যবস্থা ছিলো একেবারে আঁটোসাঁটো। পুলিশের পাশাপাশি নামানো হয়েছিলো রেফ, কমব্যাট ফোর্স ও সিভিক ভলেন্টিয়ারদের।
প্রসঙ্গতঃ, এদিন দুপুরে হয় পশ্চিম বর্ধমান জেলার দূর্গাপুরে ” পুজোর কার্নিভাল ২০২৪ “।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *