ষোলআনা দুর্গাপূজো কমিটির লোকেদের ওপর হামলা দুষ্কৃতীদের
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, লাউদোহা :- সোমবার পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার দুর্গাপুর ফরিদপুর ব্লকের চন্দ্রডাঙ্গা গ্রামের মিতালী সংঘ ষোল আনার দুর্গা প্রতিমা নিরঞ্জনের কর্মসূচি ছিল। দীর্ঘ ২৭ বছর ধরে এই পুজোটি চালিয়ে আসছেন গ্রামের চাষা সম্প্রদায়ের লোকেরা । কর্মসূচি মতো দুর্গা প্রতিমা ট্রাক্টরের চাপানো হয়েছিল, গ্রামবাসীদের একাংশের অভিযোগ ঠিক সেই মুহূর্তে জোনা কয়েক দুষ্কৃতী এসে ষোলআনা দুর্গাপূজো কমিটির লোকেদের ওপর হামলা চালায়। দুই পক্ষের ঝামেলায় দুর্গা প্রতিমার হাত ভেঙে যায় বলে অভিযোগ। পাশাপাশি দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ১০ জনের অধিক আহত বলেও জানা যায়।
ঘটনায় উত্তেজনা বাড়ায় ঘটনাস্থলে নামানো হয় প্রচুর পুলিশ বাহিনী। ঘটনাটি ঘটে সোমবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের চন্দ্রডাঙ্গা গ্রামে দুপুর আড়াইটা নাগাদ।
স্থানীয় বাসিন্দা রাহুল পাল ও আনন্দ পাল রা জানান, প্রতিমার নিরঞ্জন কর্মসূচী মত তারা প্রস্তুতি নিচ্ছিলেন, দুর্গা প্রতিমা গাড়িতে চাপানো হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে এলাকারই বেশ কয়েকজন দুষ্কৃতি মধ্যম অবস্থায় এসে তাদের ওপর হামলা চালায় ভাঙচুর করা হয় প্রতিমাও বলে অভিযোগ। দুই পক্ষের সংঘর্ষে ষোল আনার পক্ষের উদয় কুমার ঘোষ নামে ব্যক্তি গুরুতর আহত অবস্থায় দুর্গাপুরে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় দুই পক্ষেরই দশজনের অধিক আহত বলে জানা যায়। সোমবারের ঘটনায় উত্তেজনা থাকায় মঙ্গলবার পর্যন্ত এলাকায় রয়েছে পুলিশ পিকেট।
সূত্র মারফৎ জানা যায় সংঘর্ষে জড়িত গ্রামের এই দুপক্ষই শাসক দলের কর্মী সমর্থক । পাশাপাশি ষোল আনা তথা মিতালী সংঘের পুজো কমিটির তরফে অভিযোগ, তাদের ওপর হামলার ঘটনায় জড়িত রয়েছে গোগলা পঞ্চায়েতের এক সদস্যার স্বামী। যদিও এই ব্যাপারে শাসক দলের তরফে কেউ মুখ খুলতে নারাজ।