RANIGANJ-JAMURIA

চারটে নোটিশ সাটিয়ে দেওয়া হল, পঞ্চায়েত সমিতির সহসভাপতির কোয়ার্টারে

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : একেবারে চার চারটে নোটিশ সাটিয়ে দেওয়া হল, পঞ্চায়েত সমিতির সহসভাপতির কোয়ার্টারে। শনিবার সকালে এমনই বিষয়ে লক্ষ্য করা গেল রানীগঞ্জের অমৃত নগর কোলিয়ারিতে। রাণীগঞ্জ পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা ইসিএল এর কুনুস্তোড়িয়া এরিয়ার অমৃতনগর কোলিয়ারীর খনি কর্মী মোহম্মদ সাবিররের, কর্মী আবাসনের দরজায়। নোটিশ  চিটিয়ে দিল কোলিয়ারি কর্তৃপক্ষ ।  জানা গিয়েছে , এ দিন পুলিশের ও কয়লা খনির নিরাপত্তা রক্ষীদের সঙ্গে নিয়ে, কোলিয়ারি কর্তৃপক্ষ এই নোটিশ জারি করে জানান , সাবিরের বিরুদ্ধে তদন্ত চলছে ।  তাঁকে চিঠি  রেজিস্ট্রি ও  পোস্টেল মাধ্যমে  পাঠানো হয়। তবে তিনি তা গ্রহণ করেননি ।

তাতে জানানো হয়েছিল তাঁর বিরুদ্ধে যে তদন্ত চলছে তা অক্টোবরে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার জন্য তাঁকে ডাকা হয় । তিনি অনুপস্থিত থাকায় সেই প্রক্রিয়া শেষ করা হয়নি । আবার ২১ অক্টোবর কুনুস্তোড়িয়া এরিয়া জেনারেল ম্যানেজারের কার্যালয়ে তাঁর স্বপক্ষে নথিপত্র নিয়ে হাজির থাকার জন্য নোটিস করা হয়েছে । এই মর্মেই তাঁর কর্মী আবাসনের দরজায় বিজ্ঞপ্তিপত্র সাটিয়ে দেওয়া হয়। এরপর তিনি উপস্থিত না হলে তাঁর বিরুদ্ধে তদন্ত শেষ করে, ব্যবস্থা নেওয়া হবে ।


কোলিয়ারি সূত্রে জানা গিয়েছে , বাবার মৃত্যুর পরিবর্তে তার পোষ্য হিসাবে সাবির চাকরিতে যোগ দেন। পরে তদন্ত দেখা যায় তিনি তাঁর জন্মগত শংসাপত্র যা জমা দিয়েছেন তা সঠিক (অবৈধ ) নয়, বলে অনুমান । এর ভিত্তিতে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে । এই তদন্ত শুরু হওয়ার পর সাবিরের বিরুদ্ধে দীর্ঘদিন অনুপস্থিত থাকা এবং আধিকারিককে হেনস্থা করার অভিযোগে চার্জশিট দাখিল করা হয়েছে। এছাড়াও তাঁর বিরুদ্ধে অনৈতিকভাবে কাজে যোগ দেওয়ার  পৃথক তিনটি চার্জশিট করা হয়েছে ।‌ ২৯ অগস্ট থেকে সাবির অনুপস্থিত ।‌
এ বিষয়ে রাজনৈতিক চাপান উতোর শুরু ।
এদিকে সাবির এর সাথে যোগাযোগ করা যায়নি, তাই উঠে আসেনি কোন মন্তব্য ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *